কলকাতা: আরও বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ৷ ৩০ মে নয় ১৫ জুন পর্যন্ত রাজ্যে জারি থাকবে কোভিড সংক্রান্ত বিধি নিষেধ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, আগামী ১৫ জুন পর্যন্ত কার্যত লকডাউনের মেয়াদ বাড়ানো হল৷ এই বিধি নিষেধের জেরে রাজ্যে কিছুটা হলেও সংক্রমণ কমেছে৷ তাই জুন মাসের ১৫ দিন একইভাবে চলবে কার্যত লকডাউন৷
আরও পড়ুন- দুর্নীতি রুখতে এবার ‘দুয়ারে ত্রাণ’ পাঠাবে রাজ্য, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে গত ১৫ মে থেকে পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছিল৷ বলা হয়েছিল ৩০ মে পর্যন্ত এই বিধি নিষেধ জারি থাকবে৷ কিন্তু পরিস্থিতি বিবেচনা করে সেই মেয়াদ আরও বাড়ানো হল৷ গত ১৪ মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৮৪৬ জম৷ কিন্তু এই বিধি নিষেধ লাগু হওয়ার পর সংক্রমণ অনেকটাই কমেছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। সেই কারণেই এই বিধি নিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনাদের ধন্যবাদ জানাব৷ কারণ কোভিড কিছুটা হলেও কমেছে। মানুষ সহযোগিতা করেছে৷ অর্থনীতি যাতে ধ্বংস না হয় সেদিকেও নজর রাখা হয়েছে৷ তবে আমরা একে লকডাউন বা কার্ফু বলছি না। এতদিন যে যে বিধিনিষেধ ছিল, সেগুলিই বজায় থাকবে।’’ তিনি বলেন, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বেরোবে না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি-গয়নার দোকান যে নিয়ম মেনে খোলা হচ্ছিল, সেই নিয়মেই খুলবে। তবে জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা টিকা নিয়ে থাকলে তাঁরাও কাজ করতে পারবেন। তিনি আরও জানান, সরকারি পরিবহনে ৫০ শতাংশ যাত্রী চলাচল করতে পারবে। মেট্রোও চলবে। তবে তাতে ৫০ শতাংশ যাত্রী থাকতে পারবেন।
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)