গণপিটুনি প্রসঙ্গে বিদ্বজনেদের সামনে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: গণপিটুনি বিরোধী বিল পাশ হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। কিন্তু গত পাঁচ বছর ধরে তা রাজভবনে আটকে আছে। বৃহস্পতিবার আলিপুরে বিদ্বজ্জনদের একাংশের সঙ্গে এক চা-চক্রে তা…

কলকাতা: গণপিটুনি বিরোধী বিল পাশ হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। কিন্তু গত পাঁচ বছর ধরে তা রাজভবনে আটকে আছে। বৃহস্পতিবার আলিপুরে বিদ্বজ্জনদের একাংশের সঙ্গে এক চা-চক্রে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বিদ্বজ্জনদের ওই অংশের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ওই বিল নিয়ে আক্ষেপ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে আইনটি চালু হলে হয়তো এত গণপিটুনির ঘটনা ঘটত না। একইসঙ্গে বৈঠকে হাজির বিদ্বজনেরা জানিয়েছেন, এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। তবে সূত্রের খবর, রাজ্যে সম্প্রতি যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে ২ নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে, তাতে বিদ্বজনেরা নিজেদের মতো করে প্রতিবাদ করুন, তা চান মুখ্যমন্ত্রী। গণমঞ্চের নেতৃত্বে তা হতে পারে। যদিও এ বিষয়ে বৈঠকে উপস্থিত সদস্যরা কেউ স্পষ্টভাবে কিছু বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *