কলকাতা: গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগের কোনও শেষ নেই। তবে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণায় দেখা যাচ্ছে, অধিকাংশ জায়গাতেই তৃণমূলের জয়জয়কার। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সবুজ আবির উড়ছে সর্বত্র। আর তৃণমূল কর্মী এবং সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিল তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই পঞ্চায়েত জয় নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তৃণমূল সুপ্রিমো।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেছেন, ”গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন। অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং ওপার আশীর্বাদে আমি এবং গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ।” এই নির্বাচনের আগে একাধিক ইস্যুতে বিরোধীরা চাপ সৃষ্টি করেছিল। পাহাড়প্রমাণ নিয়োগ দুর্নীতি তো ছিলই, এছাড়া জঙ্গলমহল ইস্যু, অনুব্রত মণ্ডল সহ একাধিক নেতা এবং সরকারি ব্যক্তিত্বের জেল… কিন্তু ভোটে কোনও কিছুর ছাপ পড়েনি বলেই বোঝা যায়। অবশ্য বিরোধীদের দাবি, আতঙ্ক সৃষ্টি করে, ভয় দেখিয়ে, ছাপ্পা ভোট করে এই ফল হয়েছে।
তথ্য বলছে, এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত তৃণমূল এগিয়ে/জয়ী ৪১ হাজার ৬৬৫ আসনে। বিজেপির কার্যত দখলে ৯ হাজার ৩৬৮ আসন। অন্যদিকে পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনে তৃণমূল এগিয়ে ৫ হাজার ৯৯৮ আসনে, বিজেপি এগিয়ে ৬৮২ আসনে। আর জেলা পরিষদের ৯২৮ আসনে তৃণমূল এগিয়ে ৭২১টিতে, বিজেপি ২৮টিতে।