mamata banerjee
কলকাতা: দুর্গাপুজোর আগে স্পেন সফরে গিয়েছিলেন তিনি। তবে সেই সফরের আগেই তাঁর পায়ে চোট লেগেছিল। সেটা উপেক্ষা করা যে ঠিক হয়নি তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে টের পান। কারণ বিদেশ সফরে গিয়ে তাঁর পায়ের একই জায়গায় চোট লেগেছিল। কলকাতায় যেদিন ফিরেছিলেন সেদিন থেকেই এতদিন ঘরবন্দি থাকতে হয়েছিল তাঁকে। তবে ৫০ দিন পর ফের নবান্ন তাঁর দর্শন পেল।
গত ১১ সেপ্টেম্বর শেষবার নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর হয় বিদেশ সফর। গত ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরে আর নবান্নের দিকে পা বাড়াতে পারেননি তিনি। শহরে ফেরার পর আবার পায়ে যন্ত্রণা অনুভব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম-এর চিকিৎসকদের কথামতো তারপর চলে যান সম্পূর্ণ বিশ্রামে। এমনকি পুজোর সময়ও তিনি বেরতে পারেননি। দুর্গাপুজোর উদ্বোধনও করেছেন ভার্চুয়াল মাধ্যমে। তবে ২৭ অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছিলেন মমতা। দুর্গাপুজোর কার্নিভালে রেড রোড গিয়েছিলেন। ওই প্রথম বাড়ি থেকে বেরনো তাঁর বিদেশ সফরের পর।
গত কয়েকদিন ধরে কার্যত গৃহবন্দি থাকার পর ৫০ দিনের মাথায় অবশেষে নবান্ন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, মুখ্যমন্ত্রীর নবান্নে যাওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে রাস্তায় এবং নবান্ন চত্বরে পুলিশি ব্যবস্থাও ছিল জোরদার। নবান্নে যাওয়ার পথে গাড়ি থেকে অনুরাগীদের উদ্দেশ্যে হাতও নাড়েন মুখ্যমন্ত্রী।