১৪ বছরের পুরনো মামলা খোলা হচ্ছে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতার নির্বাচনী এজেন্ট

১৪ বছরের পুরনো মামলা খোলা হচ্ছে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতার নির্বাচনী এজেন্ট

নন্দীগ্রাম: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন নন্দীগ্রাম থেকে। তার নির্বাচনী এজেন্ট হয়েছেন শেখ সুফিয়ান। তবে ভোট শুরু হবার ঠিক আগের দিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হল তাকে। তিনি অভিযোগ জানাচ্ছেন, ভোটের কাজ থেকে বিরত করার জন্য তার বিরুদ্ধে ১৪ বছর পুরনো মামলা আবার খোলা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, এই মামলার শুনানি হবে হোলির পর।

জানা গিয়েছে, শেখ সুফিয়ানের তরফে আবেদন করা হয়েছে যে, তিনি নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হয়েছেন কিন্তু সেই হিসেবে তিনি রাজনৈতিক কাজকর্ম করতে পারছেন না এবং অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কারণ, তার বিরুদ্ধে ক্রিমিনাল কেসের মামলা করা হয়েছে যে গুলি ১৪ বছরের পুরনো। পুরনো কেসে এই ভাবে নতুন করে তদন্ত শুরু হবার কারণ তাকে নির্বাচনী কাজ করা থেকে আটকানো। দাবি করা হচ্ছে নন্দীগ্রামের জমি অধিগ্রহণ ঘটনার সময়কার এই মামলা। হাইকোর্ট একতরফা রায় দেওয়ায় পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে শেখ সুফিয়ানের তরফে।

আরও পড়ুন- ওভার কনফিডেন্সের জায়গা নেই, বহিরাগত গুণ্ডা আনছে বিজেপি, হুঁশিয়ারি মমতার

তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আপাতত হোলির জন্য ছুটি থাকায় এই মামলার শুনানি হোলির পরে হবে। প্রধান বিচারপতি বলেন, আজ থেকে আদালত হোলির ছুটিতে চলে যাচ্ছে। কিন্তু বিষয়টির গুরুত্ব বিচার করে হোলির পর মামলাটির শুনানি হবে। তবে প্রধান বিচারপতির কথায়, রাজনৈতিক বৈপরীত্য থাকলে যে কোনও কিছুই ঘটতে পারে। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *