কলকাতা: ভবানীপুরের উপনির্বাচনে নিজে জিতেছেন রেকর্ড ভোটে। গতবারের সব রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। এবার ভোটে নিজে জিতেই বাকি উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেও একটি করেননি। তিনি জানান, আলোচনা সম্পূর্ণ হয়নি বলে ঘোষণা করবেন না, কারণ তিনি একা কিছুর সিদ্ধান্ত নেন না।
এদিন মমতা জানান, শান্তিপুরে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন ব্রজকিশোর গোস্বামী, দিনহাটায় হচ্ছেন উদয়ন গুহ এবং খড়দহে কথামত শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুরে যখন তিনি ইস্তফা দিয়েছিলেন তখনই মমতা জানিয়েছিলেন যে খড়দহে প্রার্থী হবেন শোভনদেব। শুধু গোসাবা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেননি মমতা। জানান, পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সির সঙ্গে আলোচনা না করে তিনি প্রার্থী ঘোষণা করবেন না। এদিকে, আজ এই জয়ের প্রেক্ষিতে ভবানীপুরের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানান ভবানীপুরের সাধারণ মানুষকে যে তারা কোনও ওয়ার্ডে তৃণমূলকে হারায়নি।
তিনি বলেন, ভবানীপুরে সব ধর্মের মানুষ আছেন, বাঙালি থেকে শুরু করে মুসলিম, মাড়ওয়ারি, পাঞ্জাবি সকলেই। প্রত্যেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। এর আগে নির্বাচনে তিনি কয়েকটি ওয়ার্ডে পিছিয়ে ছিলেন ঠিকই, কিন্তু এবার ভবানীপুরের মানুষ তাঁকে কোনও ওয়ার্ডে হারায়নি বলে জানান মমতা। এ জন্য তিনি ভীষণ কৃতজ্ঞ বলেও জানান। তিনি আরও বলেন, নন্দীগ্রাম নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, কোর্টে কেস আছে বলে তিনি বেশি কিছু বলছেন না। কিন্তু ভবানীপুরের মানুষ দেখিয়ে দিয়েছেন। আজ গোটা বাংলা ভবানীপুরের দিকে তাকিয়ে ছিল। তারা আজ তাঁকে প্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন বলে জানান মমতা। যদিও জেতার পর দুই আঙুলের ‘ভিক্ট্রি সাইন’ দেখাননি মমতা। তিনি তিন আঙুল দেখিয়ে বলেন, ‘আমরা তিন জায়গায় জিতেছি, তাই তিন আঙুল’।