মোদীর রুটেই মমতা! শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট, পাল্টা পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

কলকাতা: আর মাত্র হাতে গোনা ক’দিন৷ আগামী শনিবার, ১ জুন, সপ্তম তথা শেষ দফার ভোট৷ সপ্তম দফা ভোটের আগে সুর সপ্তমে চড়িয়েছে সবকটি রাজনৈতিক শিবির৷…

কলকাতা: আর মাত্র হাতে গোনা ক’দিন৷ আগামী শনিবার, ১ জুন, সপ্তম তথা শেষ দফার ভোট৷ সপ্তম দফা ভোটের আগে সুর সপ্তমে চড়িয়েছে সবকটি রাজনৈতিক শিবির৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গে জোড়া জনসভা করেন প্রধানমন্ত্রী৷ এর পর কলকাতা উত্তরে রোড শো করেন তিনি৷ এটাই ছিল কলকাতায় প্রধানমন্ত্রীর প্রথম রোড শো৷ সূত্রের খবর, বুধবার সেই একই রুটে পদযাত্রার কর্মসূচি নিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজ, বুধবার বারুইপুর পূর্ব ও মেটিয়াবুরুজে জনসভাও করবেন দল নেত্রী। মেটিয়াবুরুজের মঞ্চে তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

গতকাল রাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত হুড খোলা গাড়িতে চেপে রোড শো করেন প্রধানমন্ত্রী৷ সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোড শো চলাকালীন এক্স হ্যান্ডলে ভিডিয়ো শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘কলকাতা আমার মন ছুঁয়ে গিয়েছে। আজকের এই রোড শো আমার চিরকাল স্মরণ থাকবে।” বুধবার ওই একই রুটে হাঁটবেন মমতা৷ গতকাল বিজেপির তরফে রাস্তার দু’ধারে যে ব্যারিকেড, ব্যানার লাগানো হয়েছিল সেগুলি এখন খুলে ফেলা হচ্ছে। বদলে সকাল থেকেই পাঁচ মাথার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *