শুভেন্দু তাঁর বিশ্বস্ত ছিলেন না! দাবি করলেন খোদ মমতা

শুভেন্দু তাঁর বিশ্বস্ত ছিলেন না! দাবি করলেন খোদ মমতা

কলকাতা: দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত বছর ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন তিনি। এমনকি বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনিই। সেই শুভেন্দু অধিকারী সম্পর্কে এবার বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী কখনোই তাঁর বিশ্বস্ত ছিলেন না! অবশ্য ভাবে মমতার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে নতুন করে।

মমতা দাবি করেছেন, শুভেন্দু অধিকারী কখনোই তাঁর বিশ্বস্ত লোক ছিলেন না। তিনি যখন নন্দীগ্রামে বৈঠক করতে গেছেন তখন মঞ্চ থেকে নেমে যান শুভেন্দু। তার আগে বুদ্ধদেব ভট্টাচার্য পিতা-পুত্রের সঙ্গ পেয়েছিলেন বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তিনি লক্ষ্মণ শেঠের নাম নিয়েও দাবি করেছেন যে তিনিও সব জানেন। মমতার কথায়, শুধুমাত্র একই দলে ছিল বলে তিনি এতদিন ধরে তাঁকে সহ্য করেছেন। এর পাশাপাশি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যে রিডিং করার ব্যাপক চেষ্টা করেছেন তাও দাবি করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বয়ালের ওই বুথে তিনি যদি না বসে থাকতেন তাহলে অন্তত ৭০ বুথে রিগিং করত বিজেপি। তিনি ওখানে ছিলেন বলেই সেটা বিজেপি করতে পারেনি। তবুও কমপক্ষে ১০ টি বুথে বিজেপি রিগিং করেছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০০৯ এবং ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আর ২০১৬ সালে বিধায়ক হয়ে মমতার মন্ত্রিসভায় পরিবহনমন্ত্রী হয়েছিলেন। 

অন্যদিকে, গতকাল এক জনসভায় শুভেন্দু মমতাকে নিয়ে মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় জায়গায় বুথে ঝগড়ুটে মহিলাদের বসাতে বলছেন! কিন্তু বাংলার সবচেয়ে ঝগড়ুটে মহিলা উনি নিজে। শুভেন্দুর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি ঝগড়া করেন এবং সকলের সঙ্গে ঝগড়া করেন। তাঁর জন্য বাংলার সাধারণ মানুষ নাজেহাল অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =