ইভিএম হ্যাকের পরিকল্পনা বিজেপির! বিরাট দাবি মমতার

ইভিএম হ্যাকের পরিকল্পনা বিজেপির! বিরাট দাবি মমতার

কলকাতা: ২০১৯ লোকসভা বা ২০২১ বিধানসভা নির্বাচনের আবহে এমন দাবি উঠেছিল। কিন্তু তা আদতে ধোপে টেকেনি। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের বহু আগে থেকেই আবার ইভিএম হ্যাকের প্রসঙ্গ তুলে দিলেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে এক ভার্চুয়াল কর্মসূচিতে যোগ দিয়ে তিনি আজ এই দাবি করেছেন। তাঁর নিশানায় রয়েছে বিজেপি। 

আজ রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবথেকে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে তাঁর ইভিএম সংক্রান্ত মন্তব্যে। তিনি দাবি করেন, ওরা (পড়ুন বিজেপি) নানা পরিকল্পনা করছে ২০২৪ সালের নির্বাচনের জন্য। ইভিএম হ্যাক করার পরিকল্পনা চলছে। এই নিয়ে ইতিমধ্যে নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে। মমতা আরও বড় দাবি করে বলেন, তাঁর কাছে কিছু প্রমাণ আছে, কিছু খুঁজছেন। এই নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠকে আলোচনাও নাকি হবে, জানান তিনি। একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন, তারা সন্ত্রাস ছড়িয়ে ভোটে জিততে চায়, তাই করে এসেছে, এখনও করছে। বিজেপির অভিধানে সংবিধান বলে কোনও শব্দ নেই। 

ইতিমধ্যেই দু’দফায় বৈঠক সেরেছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধী জোটের পরবর্তী বৈঠক হওয়ার কথা। এদিকে আবার তারা সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে মণিপুর ইস্যুতে। সেই নিয়েও চলতি সপ্তাহে আলোচনা হওয়ার কথা। তার আগে এই ইভিএম হ্যাকের আশঙ্কার কথা বিজেপিকে কতটা তাতায় এখন সেটাই দেখার।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *