Aajbikel

বিজেপি অফিস থেকে নির্দেশ আসে আদালতে! বিস্ফোরক দাবি মমতার

 | 
মমতা

কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হানা দেওয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শাসক দলের একাধিক নেতাদের বারংবার তলব নিয়েও এদিন বিজেপি সরকারকে তোপ দাগতে দেখা গিয়েছে তাঁকে। কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপিকে নিশানা করে এসেছে রাজ্যের সরকার বা শাসক শিবির। আজ এই ইস্যুতে এক ধাপ এগিয়ে বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, নিম্ন আদালতে সরাসরি বিজেপি অফিস থেকে নির্দেশ আসে। 

কেন্দ্রীয় সরকার এবং ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে সরব হয়ে এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারব্যবস্থার ওপর তাঁর ভরসা, আস্থা আছে। কিন্তু এটাও ঘটনা যে, বিজেপি তার ওপর চাপ সৃষ্টি করে। নিম্ন আদালতে সরাসরি বিজেপি অফিস থেকে নির্দেশ আসে বলেই বিস্ফোরক দাবি করেছেন তিনি। এখানে না থেমে তাঁর আরও বক্তব্য, রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলি অতিসক্রিয়। আসলে বিজেপির সদর দফতর থেকে নির্দেশ আসছে, সেখান থেকে ড্রাফটিং আসে। মমতার দাবি, কথা না শুনলে পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। 

একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে তাঁর মন্তব্য, বারবার তলব করে একই জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে। পুজোর মধ্যেও হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। মমতা বলেন, তাঁর নিজের পরিবারের সদস্যদের সঙ্গে তো এমনটা হয়েই আসছে। এই প্রসঙ্গেই তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে ৮১-৮২ সালের নথি চাওয়া হচ্ছে। তখন সে জন্মায়নি, তাহলে নথি আসবে কোথা থেকে, প্রশ্ন তোলেন মমতা।   

Around The Web

Trending News

You May like