করোনা আক্রান্ত সুকান্তকে ফোন মমতার, খুশি বিজেপি সভাপতি

করোনা আক্রান্ত সুকান্তকে ফোন মমতার, খুশি বিজেপি সভাপতি

223c9711c172679efdadb53c744caba9

কলকাতা: বাংলার রাজনীতি বড় সৌজন্য দেখল। করোনা আক্রান্ত হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এখন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ তাঁর খোঁজ খবর নিতে তাঁকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফোন পেয়ে ভীষণ খুশি হয়েছেন সুকান্ত মজুমদার। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ সুকান্ত মজুমদারের কাছে ফোন আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় আড়াই মিনিট তাঁদের দুজনের কথা হয় বলে সূত্রের খবর।

গতকাল জ্বর, সর্দি-কাশি থাকায় প্রথমেই ব়্যাপিড টেস্ট হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রিপোর্ট পজিটিভ আসায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে রাখা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, গতকাল তাঁর অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল ছিল। RT-PCR টেস্টের পর তাঁর রিপোর্ট পজিটভ এসেছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত জ্বর নেই বিজেপি রাজ্য সভাপতির। তবে সর্দি, কাশি এখনও রয়েছে কিছুটা। এর আগে বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিঠির সঙ্গে মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো হয়েছে ফলের ঝুড়িও। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করেন ওই বিজেপি নেতা।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ২১৩ জন। যে চার পুরনিগমে আগামী ২২ তারিখ ভোট, সেই সবকটিতেই দৈনিক সংক্রমণের হার হাজারের বেশি। কলকাতায় একদিনে কোভিড পজিটিভ ৮ হাজার ৭১২ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজার ০৫৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *