আচমকা সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, ইডির তল্লাশি নিয়ে বলবেন?

আচমকা সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, ইডির তল্লাশি নিয়ে বলবেন?

mamata banerjee

কলকাতা: হঠাৎ করেই সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে নিজের কালীঘাটের বাসভবন লাগোয়া দফতর থেকে সাংবাদিক বৈঠক করবেন বলে জানালেন তিনি। সাধারণত বিজয়া দশমীর পরে পরেই সাংবাদিক বৈঠক করেন না মমতা। কিন্তু, এদিন আচমকা সাংবাদিক বৈঠক ডাকেন তিনি।এদিকে, মমতা সাংবাদিক বৈঠক ডাকতেই রাজনীতির কারবারিদের একাংশের অনুমান, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তল্লাশি নিয়েই সম্ভবত কথা বলবেন মুখ্যমন্ত্রী। দুর্গোৎসব শেষ হতে না হতেই যে ভাবে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা নিয়ে শাসক শিবির যে সন্তুষ্ট নয়, সেই বার্তাও আসতে পারে৷ এদেনের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আক্রমণ শানাতে পারেন বলেও মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, আজ সাত সকালে বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, রেশন ‘দুর্নীতি’ মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই তাঁদের হাতে উঠে এসেছে জ্যোতিপ্রিয়র নাম। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়ি বিসি ২৪৪ এবং বিসি ২৪৫-এসকাল থেকে খানাতল্লাশি চালাচ্ছে ইডি৷ 

বিজয়া দশমীর পর কালীঘাটের বাড়িতে সাধারণ মুখ্যমন্ত্রী নিজের পরিচিত, নেতা-মন্ত্রী-বিধায়ক এবং দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু দ্বাদশীর সকাল থেকেই যে ভাবে ইডি তৎপরতা শুরু করল, তা নিয়েই হয়তো মুখ্যমন্ত্রী নিজের অভিমত তুলে ধরতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − fourteen =