কলকাতা: কেন্দ্রীয় সরকার পরিমাণ মত বাংলাকে ভ্যাকসিন দিচ্ছে না এই অভিযোগ আগেও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার একই রকম অভিযোগ করতে শোনা গেল তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, অনেক ছোট রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিন্তু বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। এই কারণে রাজ্যে ভ্যাকসিন সমস্যা দেখা দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই মুহূর্তে রাজ্যের কাছে যত পরিমাণ ভ্যাকসিন আছে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব কিন্তু প্রথম ডোজ দেওয়া সম্ভব হচ্ছে না। রাজ্যের কাছে পরিমাণ মতো ভ্যাকসিন নেই বলে দাবি করেছেন তিনি। আর এই প্রেক্ষিতেই কেন্দ্রকে এক হাত নিয়ে তিনি বলেছেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র এবং রাজস্থানের মত রাজ্য বেশি ভ্যাকসিন পাচ্ছে কিন্তু বাংলাকে দেওয়া হচ্ছে না। কেন এইভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর দাবি প্রথম থেকেই নস্যাৎ করে আসছে বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, বাংলাকে পরিমাণ মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কিন্তু এখানে ভ্যাকসিন সিন্ডিকেট চলছে আর তৃণমূল কংগ্রেসের নেতা রাজনীতি করছে। অন্যদিকে আবার কলকাতার কসবা কাণ্ড নিয়ে তারা আলাদাভাবে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে।
আরও পড়ুন- BJP-র রাজ্য কমিটির বৈঠকে ‘নজরে’ রাজীব-কৈলাস, কোন পথে হাঁটবেন দুই নেতা?
প্রসঙ্গত, রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানান হয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ২ কোটি ১৭ লক্ষ মানুষকে। কেন্দ্রে থেকে রাজ্যের হাতে এখনও পর্যন্ত এসেছে মোট ১ কোটি ৯৯ লক্ষ ভ্যাকসিন। তার মধ্যে দেওয়া হয়েছে ১ কোটি ৯৮ লক্ষ ডোজ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবন নির্দেশ দিয়েছে, এখন থেকে রাজ্যে যে পরিমাণ ভ্যাকসিন আসবে তার ৫০% বরাদ্দ থাকবে শুধুমাত্র তাদের জন্য যারা দ্বিতীয় ডোজ পাবেন। এও জানা গিয়েছে যে, বাংলায় কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নিয়ে প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ টিকার দ্বিতীয় ডোজ পাননি।