পাহাড়ে কল্পতরু মমতা, বেতন বৃদ্ধি থেকে নিয়োগ, আর কী কী উপহার দিলেন মুখ্যমন্ত্রী?

পাহাড়ে কল্পতরু মমতা, বেতন বৃদ্ধি থেকে নিয়োগ, আর কী কী উপহার দিলেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: পাহাড়ে কল্পতরু মুখ্যমন্ত্রী৷ ভাইপোর বিয়েতে গিয়ে পাহাড়ের মানুষদের উপহারে ভরালেন মমতা বন্দ্যোপধ্যায়৷ পাহাড়ি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের৷ সেই উপলক্ষেই সেখানে গিয়েছেন তিনি৷ সঙ্গে রয়েছে বেশ কিছু প্রশাসনিক কাজও৷ দার্জিলিং এবং কালিম্পঙে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে একাধিক ঘোষণা করলেন তিনি৷ 

মুখ্যমন্ত্রী জানান-
•    তিস্তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়া হবে।
•    কার্শিয়াঙে এক হাজার ২০০ জনকে পাট্টা বিলি।
•    পাহাড়ে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবের পাশাপাশি দার্জিলিং-কালিম্পঙে গড়ে তোলা হবে IT সেক্টর৷ 
•    জিটিএ-এর জন্য বরাদ্দ করা হবে ৭৫ কোটি টাকা৷ 
•    জিটিএ-র রেগুলার এমপ্লয়ি ২০০৯ সালের পে রুল, ২০১৯ সালের পে রুল মোতাবেক বেতন সংশোধন।
•    ২০০৩ সাল থেকে বন্ধ পড়ে থাকা রিজিওনাল স্কিল সার্ভিস কমিশন ফর হিলস ফের চালু হবে৷
•     দার্জিলিং, কালিম্পঙের ১৪৬টি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে ৫৯০টি শূন্যপদে নিয়োগ।
•    দার্জিলিং এবং কালিম্পং জেলা স্কুল বোর্ডের জন্য অ্যাডহক কমিটি গড়ে তোলার প্রতিশ্রুতি৷ 
•    জেলা বোর্ডে ১০০০ পদে নিয়োগ।
•    চা সুন্দরী প্রকল্পে তিন লক্ষ শ্রমিককে পাকা বাড়ি প্রদান। দেওয়া হতে পারে পাট্টা৷
•    ২০২৪-এর মধ্যে পাহাড়ে তিন লক্ষ ৩২ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই ৮৩ হাজার বাড়ি এই পরিষেবা পাচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *