গণতন্ত্রকে ধর্ষণ, লুন্ঠন করছে বিজেপি! প্রচণ্ড ক্ষুব্ধ মমতা

গণতন্ত্রকে ধর্ষণ, লুন্ঠন করছে বিজেপি! প্রচণ্ড ক্ষুব্ধ মমতা

কালচিনি: আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণ। এদিন ফের রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একদিকে যেমন জনসভা করছেন, অন্যদিকে উত্তরবঙ্গে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, বিজেপি গণতন্ত্রকে ধর্ষণ এবং লুণ্ঠন করছে। 

এদিন মমতা বলেন, বাংলা একের পর এক বিজেপি নেতারা জনসভা করতে আসছেন, তারা আসতেই পারেন কোন সমস্যা নেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জনসভা করতে এসে তা বাতিল করে দিয়েছেন কারণ লোক নেই। সেই জন্য তিনি দিল্লিতে গিয়ে বৈঠক করে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিচ্ছেন বাংলায় এসে বুথ ক্যাপচার করতে! এদিকে সংবাদমাধ্যম একাধিকবার দেখাচ্ছে যে কিভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং কর্মী-সমর্থকদের আক্রমণ করছে বিজেপি। তা দেখেও কার্যত চুপ কেন্দ্রীয় বাহিনী। এই প্রেক্ষিতে সবাই আগত সকলকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেউ যেন ভয় না পান, সবাইকে জোট বদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। 

তিনি আরো অভিযোগ করে বলেন, বিজেপি নিজের ক্ষমতার অপব্যবহার করে বাংলায় সন্ত্রাস করছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। সাধারণ মানুষের উপর অত্যাচার করে তাদের খুন করছে বিজেপি, এমনই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। মমতার আরো অভিযোগ, গুন্ডা আর বন্দুক দিয়ে নির্বাচন চালানোর চেষ্টা করছে বিজেপি। প্রসঙ্গত, এ দিন সকালেই ফের একবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, বারবার অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। একাধিক জায়গায় ভোটারদের হুমকি দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং প্রভাবিত করার চেষ্টা করছে যাতে তারা বিজেপিকে ভোট দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twenty =