‘দুয়ারে সরকারে’ সাফল্য! অমিত শাহদের ‘পড়াশুনা’ করার আবেদন মমতার

বিজেপি সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী

 

কলকাতা: গতকাল রাজ্য সফর সেরে ফিরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাবার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার তৃণমূল সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করেছেন তিনি। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিজেপি সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে তৃণমূল সরকারের উন্নয়ন প্রকল্প দুয়ারে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুয়ারের সরকার প্রকল্পে ইতিমধ্যেই ৭১ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে যার মধ্যে ৫৪ শতাংশ কাজ করা হয়ে গেছে। এর পাশাপাশি এই প্রকল্পের ভিত্তিতে যাতে আরো ভালো ভাবে কাজ করা যায় সেই দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু বাংলা বা ভারত নয় গোটা বিশ্বের নিরিখে দুয়ারে সরকারের মতো প্রকল্প নজিরবিহীন। দেশের অন্যান্য রাজ্যের পশ্চিম বাংলার সরকারের দেখে শেখা উচিত বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানান, প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্র এই দুই প্রকল্পে এতদিন সবাই ১৫০০ টাকা করে ইন্সেন্টিভ পেত, এখন সেটা ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে যা বলেছেন সব মিথ্যে। তিনি আদতে দলের নেতাদের তৈরি করা তথ্য বলছেন যা আদতে সত্যি নয়। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দলীয় কর্মীদের মিথ্যে তথ্য আওড়ানো তাঁর সাজে না বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার সরকারের ব্যর্থতা তুলে ধরে একাধিক মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির আগে পড়াশোনা করা দরকার, তারা রবীন্দ্রনাথের জন্মস্থান হিসেবে শান্তিনিকেতনকে তুলে ধরে। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত বদলাতে চায় তারা। কিন্তু একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অবমাননা মানবে না, যারা জাতীয় সংগীত বদল করতে চাইছে তাদের ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মমতা। একইসঙ্গে মনে করিয়ে দেন, তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, গান্ধীজী, কবি নজরুল সবাইকে সম্মান করে। তাদের কারুর অবমাননা হতে দেওয়া যাবে না। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তা দেন, রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলার আগে একবার ক্রস চেক করতে, এই প্রসঙ্গে তিনি ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন বিজেপি একটি চিটিংবাজ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − nine =