যারা ভোট মেশিন পাহারা দেবেন তারা সুখবর পাবেন! আবারও প্রতিশ্রুতি মমতার

যারা ভোট মেশিন পাহারা দেবেন তারা সুখবর পাবেন! আবারও প্রতিশ্রুতি মমতার

300ee75f980ceadcae32cf2eb5274373

মেদিনীপুর: গতকাল এক জনসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে বলেছিলেন যে, বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, ধরিয়ে দিতে পারলেই তিনি পুরস্কার হিসেবে একটা চাকরি দেবেন। এদিন মেদিনীপুরের জনসভা থেকে কার্যত একই রকমের প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ভোট মেশিন পাহারা দেবেন তাদের জন্য তিনি কিছু করবেন পরে, এমন প্রতিশ্রুতি দিতে দেখা গেল তাঁকে। এদিন মেদিনীপুরের তারকা প্রার্থী জুন মালিয়ার সমর্থনে জনসভা করেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, পুলিশ যদি বলে যে তারা ভোট মেশিন পাহারা দিচ্ছে, তাদের যেন কেউ না মানেন। ভোট মেশিন নিজেদেরকেই পাহারা দিতে হবে। মমতার কথায়, যে সমস্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ভোট মেশিন পাহারা দেবে তারা সব উত্তর প্রদেশ এবং বিহার থেকে এসেছে। তাই তাদের উপর ভরসা করা যাবে না। সেই কারণে ভোট মেশিন নিজেদেরকেই পাহারা দিতে হবে বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা ভোট মেশিন পাহারা দেবে, তাদের জন্য নির্বাচনের পরবর্তী সময়ে কিছু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন আশ্বাস তিনি এদিন দিয়েছেন। গতকাল এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেন যে বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, এই জিনিস ধরিয়ে দিলেই মিলবে চাকরি। সুতরাং আজকের ভাষণের পর বোঝা যাচ্ছে তিনি হয়তো সেই চাকরির প্রতিশ্রুতিই দিচ্ছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যে উস্কানি দেখতে পাচ্ছে বিরোধীরা। তাদের তরফে দাবি করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে আদতে নির্বাচনী বিধি ভঙ্গ করছেন। 

আরও পড়ুন-  বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা! কমিশনে নালিশ তৃণমূলের

সভায় আগত মা-বোনেদের উদ্দেশ্যে মমতার বার্তা ছিল, বিজেপি টাকা বিক্রি করছে এটা জড়িয়ে ধরিয়ে দিতে পারেন তাহলে মিলবে একটা পুরস্কার, সেটা হল একটা চাকরি। রাতের অন্ধকারে, দিনের বেলায় টাকা বিলি করছে তারা। কাউকে টাকা দিলে হাত খরচ হিসাবে সেই টাকা নিয়ে নেবেন কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলবেন, নির্বাচনে বিজেপিকে খরচ করে দেব। এমনই পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *