ভুবনেশ্বর: সালটা ছিল ২০১৭৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে উঠে ছিল প্রশ্ন৷ পুরীর মন্দিরে প্রবেশ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ গোমাংস বিতর্কে সেবায়েতদের রোষের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, মাত্র ৩ বছরের মধ্যেই উধাও সেই বিতর্ক৷ পুরসভা নির্বাচনের আগে পুরী মন্দিরে যেতে নির্বিঘ্নে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকালে জগন্নাথ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী৷
আজ বাংলার মুখ্যমন্ত্রীর পুরীর মন্দিরে সফর ঘিরে নতুন করে সেজে উঠেছিল মন্দির৷ সেবায়েতরা তাঁকে স্বাগত জানাতে ফুলের মালা নিয়ে হাজির ছিলেন৷ মুখ্যমন্ত্রীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তাঁরা৷ পরে মন্দিরে ঢুকে পুজো দেন মমতা৷
চার দিনের সফরে ভুবনেশ্বরে রয়েছেন মমতা৷ ২০১৭ সালের এপ্রিলে পুরী মন্দিরে পুজো দিতে যান মমতা৷ কিন্তু, পুরোহিতদের একাংশের রোষের মুখে পড়েন মমতা৷ গোমাংস বিতর্কে নিজের অবস্থান জানানো জন্য বিতর্ক জড়িয়ে পড়েন মমতা৷ জানান, গোমাংস খাওয়া কখনই অপরাধ হতে পারে না৷ কে কী খাবে, কী পোশাক পরবে, সেটা কেউ নির্দিষ্ট করে দিতে পারে না৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে পুরী মন্দিরের সেবায়েতদের একাংশ মমতাকে মন্দিরে ঢুকতে না দেওয়া জন্য সওয়াল করতে থাকে৷ মমতাকে বয়কট পর্যন্ত করা হয়৷ যদিও পরে মন্দির কমিটির হস্তক্ষেপে মন্দিরে পুজো দেন মমতা৷
আজ পুরীর মন্দিরে পুজো দেওয়ার পর বৃহস্পতিবার ভুবনেশ্বর যাবেন মুখ্যমন্ত্রী৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর৷ ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে ইস্টার্ন জনাল কাউন্সিলের বৈঠক রয়েছে মমতার৷ এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷