হুইলচেয়ারেই রাজপথে ফিরলেন মমতা, অংশ নিলেন পদযাত্রায়

হুইলচেয়ারেই রাজপথে ফিরলেন মমতা, অংশ নিলেন পদযাত্রায়

কলকাতা: আজ নন্দীগ্রাম দিবস৷ নন্দীগ্রামে আন্দোলনকে মাথায় রেখে পালিত হচ্ছে কৃষক দিবস৷ যে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে সাফল্যের সূচনা, সেই নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই রাজপথে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অংশ নিলেন পদযাত্রায়৷ আহত মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামলেও রয়েছে বিরাট নিরাপত্তা৷

দুয়ারে নির্বাচন৷ নির্বাচন কেন্দ্র করে ইতিমধ্যে তপ্ত বঙ্গ রাজনীতি৷ তার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা৷ নন্দীগ্রামে আহত হওয়ার পর দুদিন হাসপাতালে কাটিয়ে আজ ফের রাজপথে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গী সেই হুইলচেয়ার৷ মমতার পদযাত্রায় পুলিশের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি হয়৷ মিছিলের চারিদিকে দাঁড়িয়ে ৫০ মিটার কর্ডন করে রাখা হয়৷ মেয়ো রোডে গান্ধীমূর্তিতে মাল্যদান করার পর হাজরা মোড় পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কর্মসূচি৷ রয়েছে বিরাট নিরাপত্তা বেষ্টনী৷

বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর আহত হন মমতা৷ আহত হওয়ার পিছনে চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো৷ মমতার আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলা৷ কীভাবে ঘটল অঘটন? তদন্ত শুরু করেছে প্রশাসন৷ সাংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কোনোরকম আক্রমণ বা হামলা নয়, নিছক দুর্ঘটনাতেই পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনের কাছে এমনটাই রিপোর্ট দিয়েছেন রাজ্যের দুই নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে। পূর্ণাঙ্গ তদন্তের পর শনিবার দুই পর্যবেক্ষক তাঁদের রিপোর্ট জমা দিয়েছেন কমিশনের কাছে। শুধু তাই নয়, এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব যে রিপোর্ট কমিশনকে দিয়েছেন তাতেও উধাও ‘চক্রান্ত’ তত্ত্ব। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =