শ্রমিকদের ঘরে ফেরাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০৫টি ট্রেনের তালিকা প্রকাশ

শ্রমিকদের ঘরে ফেরাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০৫টি ট্রেনের তালিকা প্রকাশ

কলকাতা: ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাংলায় ফেরাতে কোনও ব্যবস্থা নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এই অভিযোগ ঘিরে কম বিতর্ক হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে৷ এবার সেই বিতর্কে যবনিকা টেনে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার৷ এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷

আজ দুপুর দুটো ছয় মিনিটে জোড়া টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকার ১০৫ টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করছে৷ কবে কোথা থেকে এই সমস্ত ট্রেনগুলি চলবে তার পূর্ণাঙ্গ তালিকা ও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ট্রেনের তালিকা

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘দেশের বিভিন্ন এলাকায় আটকা পড়া সমস্ত লোককে সহায়তা করা আমাদের দায়িত্ব৷ প্রতিশ্রুতি অনুযায়ী যারা বাংলায় ফিরে আসতে চান, আমি ঘোষণা করে খুশি হয়েছি, আমরা ১০৫ টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনগুলিতে, এই বিশেষ ট্রেনগুলি আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনবে৷ বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের তাঁদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হবে৷’’

গত ৯ মে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ তোলেন, বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট সহযোগিতা করছেন পশ্চিমবঙ্গ সরকার৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেনে বাংলায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ লকডাউন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আটকা পড়েছেন পরিযায়ী শ্রমিকরা৷ তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজ্য সরকারের অসহযোগিতার কারণে দীর্ঘ দিন ধরে বাংলার শ্রমিকরা দেশে বিভিন্ন প্রান্তে আটকে থেকে দুর্দশার মধ্যে পড়েছেন বলেও দাবি করেন শাহ৷ অভিযোগ মিথ্যা বলেও দাবি করা হয় তৃণমূলের তরফে৷ মিথ্যা বলছে অমিত শাহ, ওই দিন দুপুরে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =