কলকাতা: ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাংলায় ফেরাতে কোনও ব্যবস্থা নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এই অভিযোগ ঘিরে কম বিতর্ক হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে৷ এবার সেই বিতর্কে যবনিকা টেনে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার৷ এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷
আজ দুপুর দুটো ছয় মিনিটে জোড়া টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকার ১০৫ টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করছে৷ কবে কোথা থেকে এই সমস্ত ট্রেনগুলি চলবে তার পূর্ণাঙ্গ তালিকা ও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
Over the coming days, these special trains will embark from different states for various destinations across Bengal bringing our people back home.
The exact details of each of these trains will be available at: https://t.co/DS3yrvQszP (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) May 14, 2020
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘দেশের বিভিন্ন এলাকায় আটকা পড়া সমস্ত লোককে সহায়তা করা আমাদের দায়িত্ব৷ প্রতিশ্রুতি অনুযায়ী যারা বাংলায় ফিরে আসতে চান, আমি ঘোষণা করে খুশি হয়েছি, আমরা ১০৫ টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনগুলিতে, এই বিশেষ ট্রেনগুলি আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনবে৷ বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের তাঁদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হবে৷’’
গত ৯ মে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ তোলেন, বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট সহযোগিতা করছেন পশ্চিমবঙ্গ সরকার৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেনে বাংলায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ লকডাউন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আটকা পড়েছেন পরিযায়ী শ্রমিকরা৷ তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজ্য সরকারের অসহযোগিতার কারণে দীর্ঘ দিন ধরে বাংলার শ্রমিকরা দেশে বিভিন্ন প্রান্তে আটকে থেকে দুর্দশার মধ্যে পড়েছেন বলেও দাবি করেন শাহ৷ অভিযোগ মিথ্যা বলেও দাবি করা হয় তৃণমূলের তরফে৷ মিথ্যা বলছে অমিত শাহ, ওই দিন দুপুরে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷