কলকাতা: নারদ মামলায় কলকাতা হাই কোর্টে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে হলফনামা জমা দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী৷ মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা। প্রসঙ্গত, নারদ মামলায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাঁকে পুনরায় কলকাতা হাই কোর্টেই আবেদন করার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি আবেদন জানালেন আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্য সরকার৷
আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দায়ের হল দ্বিতীয় জনস্বার্থ মামলা
২৮ জুনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টে নতুন করে আবেদন করতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷ সেখানেই হলফনামা পেশ করতে হবে তাঁকে৷ এবং সেই হলফনামার অ্যাডভান্স কপি ২৭ জুপন পাঠাতে হবে সিপবিআইকে৷ ২৯ জুন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে হবে নারদ মামলার শুনানি৷ মূল মামলা শোনার আগে মুখ্যমন্ত্রীর আর্জি শোনার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত৷
আরও পড়ুন- হু হু করে বাড়ছে ডিমের দাম, মানুষ খাবে কী? মাথায় হাত মধ্যবিত্তের
সিবিআই-এর অভিযোগ, নারদ মামলায় চার হেভিওয়েট নেতা মন্ত্রীকে গ্রেফতারের দিন সিবিআই দফতরের বাইরে বিশাল বিশৃঙ্খলার জন্য দায়ী মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী৷ তাঁদের নির্দেশেই এই বিক্ষোভ হয়েছে৷ এই কারণ দর্শিয়েই নারদ মামলা অন্যত্র হস্তান্তরের দাবিও জানায় সিবিআই৷ প্রসঙ্গত, নারদ মামলা চলছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চে৷ কিন্তু নারদ মামলা অন্যত্র সরানোর যে আর্জি সিবিআই করেছে তার বিরোধিতা করেছে রাজ্য সরকার৷ এই বিষয়ে হলফনামা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি৷ আইনমন্ত্রী বলেন, সিবিআই-এর অবস্থানের বিরুদ্ধে হলফনামা দেওয়ার অধিকার তাঁদের আছে৷ এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী৷