কলকাতা: কন্যাশ্রী থেকে শুরু করে রুপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কৃষক বন্ধু, চোখের আলো থেকে শুরু করে দুয়ারে সরকার, একাধিক প্রকল্পের একদিকে যেমন ঘোষণা করে তার সাফল্যের খতিয়ান ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে, এদিন বাজেট পেশ করার সময় আরও দুটি নতুন প্রকল্পের ঘোষণা করে চমক দিলেন তিনি। রাজ্যের মহিলা এবং দুঃস্থ মানুষদের মন জয়ের চেষ্টা করে আজ দুটি প্রকল্পের ঘোষণা করেন তিনি। একটির নাম ‘মাতৃবন্দনা’, অন্যটি ‘মা’।
এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘মাতৃবন্দনা’ নামে যে নতুন প্রকল্পের ঘোষণা তিনি করছেন সেটি আরো ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী দুস্থ নারীদের নিয়ে গঠন করা হবে। এই গোষ্ঠী মূলত কো-অপারেটিভ ব্যাঙ্ক গুলি থেকে আগামী ৫ বছরে ২৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের ব্যবস্থা করবে। আর এর জন্য, আগামী অর্থবর্ষে ১৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রেখেছেন তিনি। অপরদিকে ‘মা’ প্রকল্পের অধীনে থাকবেন অত্যন্ত দুঃস্থ মানুষ, যারা হয়তো দু বেলা খেতে পান না। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় সকলের জন্য স্বল্পমূল্যে রান্না করা খাবার দেওয়া হবে।
এছাড়াও এ দিন বাজেটে তিনি আরও জানান, বর্তমানে বিভিন্ন বিভাগে ৫০ হাজার এবং পুলিশে ৭,২৯১ টি পদ খালি আছে। সেই প্রেক্ষিতে তিনি প্রস্তাব রাখছেন আগামী তিন বছরে বিশেষ উদ্যোগ নিয়ে বিভিন্ন বিভাগে এবং পুলিশে শূন্য পদে নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার। পর্যটন শিল্পে ১০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। আগামী ৫ বছরে সরকারি এবং বেসরকারি স্তরে এবং স্বনিযুক্তি মূলক কর্মসংস্থানকে ধরে দেড় কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি জানান, বিগত ১০ বছরে ১০০ দিনের কাজে ৭.২৪ কোটি গ্রামের মানুষের কর্মসংস্থান হয়েছে।