‘সরাসরি মুখ্যমন্ত্রী’, নতুন কর্মসূচির নাম ঘোষণা মমতার

‘সরাসরি মুখ্যমন্ত্রী’, নতুন কর্মসূচির নাম ঘোষণা মমতার

কলকাতা: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ছেড়ে কলকাতায় ফিরতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর জায়গায় এদিন বাঁকুড়ার পাত্রসায়রের সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি নতুন এক কর্মসূচির নাম ঘোষণা করেন। গত বিধানসভা ভোটের দু’বছর আগে চালু হয়েছিল ‘দিদিকে বলো’! আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা ভোটের আগে তিনি চালু করলেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। এতেও ফোন করে নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। 

বাংলা শাসক দল দাবি করে যে, ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। কয়েক মাস ধরে চলছিে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। এখন তৃণমূল নবজোয়ার কর্মসূচির মধ্যেই আরও এক কর্মসূচি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এক দিকে দিদির দূত যাচ্ছে, নবজোয়ার চলছে, আর এক দিকে সরাসরি মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ যাতে যে কোনও সমস্যায় পড়লে শাসক দল বা সরকার তার সমাধান করতে পারে সেই চেষ্টাই এখন করা হচ্ছে। জানা গিয়েছে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি বহাল থাকবে। তবে নম্বর এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।  

এদিকে আজই এই ভার্চুয়াল বক্তৃতা থেকে বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বিজেপি তাই এই কর্মসূচি বন্ধ করতেই সিবিআই তলব করা হয়েছে। কিন্তু তাঁর এও হুঁশিয়ারি, নবজোয়ার যাত্রা কোনও ভাবেই বন্ধ হবে না, প্রয়োজনে তিনি যাবেন কিন্তু যাত্রা বন্ধ হতে দেবেন না। মমতা এও বলেন, ‘‘নবজোয়ার নবপ্লাবনে পরিণত হবে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *