সাংবাদিকদের ‘কোভিড যোদ্ধা’ ঘোষণা মমতার, খুশি মিডিয়া মহল

সাংবাদিকদের ‘কোভিড যোদ্ধা’ ঘোষণা মমতার, খুশি মিডিয়া মহল

কলকাতা: রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক প্রথম থেকেই। গতকাল ভোট পর্ব শেষ হবার পর আজ কালীঘাটের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের ‘কোভিড যোদ্ধা’ হিসেবে ঘোষণা করলেন। অনেকেই দাবি করছেন যে এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল রাজ্যের। কিন্তু দেরিতে হলেও এই সিদ্ধান্ত সঠিক নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন সকলে। 

এদিন দুপুরের কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, যত সাংবাদিক রয়েছেন তাদের সকলকে কোভিড যোদ্ধা ঘোষণা করছেন তিনি। যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন তারা প্রত্যেকেই কোভিড যোদ্ধা। সেই প্রেক্ষিতে অনেক সাংবাদিক খবর সংগ্রহ‌ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভাইরাসে। তারাও জীবনের ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করেন। সেই প্রেক্ষিতেই সকলকে কোভিড যোদ্ধা ঘোষণা করলেন তিনি। এই প্রেক্ষিতে মুখ্য সচিবকে ব্যাপারটি দেখে নেওয়ার জন্য বার্তা দেন মমতার। আপাতত সরকারি অনুমোদন প্রাপ্ত সাংবাদিকদের ব্যাপারে বলা হল। পরে অনুমোদন প্রাপ্ত নন এমন সাংবাদিকদের বিষয় ভাবনা চিন্তা করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই সাংবাদিক বৈঠকে তিনি আরো বলেছেন, নির্বাচনের সময় বিজেপি সবার ওপর অত্যাচার করেছে, কেন্দ্রীয় বাহিনী সবার উপর অত্যাচার করেছে, এখনো করছে কিন্তু কেউ মাথা গরম করবেন না, বলেন মমতা। সকলকে শান্ত থাকার বার্তা দেন তিনি। এই প্রেক্ষিতেই বলেন যে যদি কারোর কোন রকম সমস্যা হয় এবং অভিযোগ জানানোর থাকে তাহলে যেন তারা সরাসরি পুলিশকে জানায়। এই প্রসঙ্গে পুলিশকে হুঁশিয়ারি দিলেন মমতা। তিনি বলেন, নির্বাচনের সময় পুলিশের একাংশ প্রত্যক্ষভাবে বিজেপির হয়ে কাজ করেছে। তারা ভেবেছে যে তারা উপযুক্ত কাজ করেছে কিন্তু তিনি তেমনটা মনে করেন না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ সরকারি অ্যাক্রেডিটেশন প্রাপ্ত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য এনেছিল স্বাস্থ্য বিমা প্রকল্প ‘মাভৈঃ’। এই বিমার আওতায় নির্দিষ্ট সাংবাদিক এবং তাঁর উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা প্রতিটি সরকারি এবং তালিকাভুক্ত নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =