GTA নির্বাচন ঘোষণা মমতার! সুকান্ত বললেন, বাংলা আফগানিস্তান হবে

GTA নির্বাচন ঘোষণা মমতার! সুকান্ত বললেন, বাংলা আফগানিস্তান হবে

86619aab039420ef62a106578fd4b18c

কার্শিয়াং: পাহাড়ে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠক থেকে একদিকে যেমন পাহাড়ে বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক তেমনি স্থায়ী সমাধানের জন্য জিটিএ নির্বাচনের ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন হলেই জিটিএ নির্বাচন হবে। যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই তাঁকে আক্রমণ করেছে বিজেপি শিবির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা আফগানিস্তানে পরিণত হবে।

এ দিন কার্শিয়াং প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পাহাড়ে বাইরে থেকে এসে রাজনীতি করে চলে যাচ্ছে অনেকে। দার্জিলিং ভেঙে দেওয়ার পরিকল্পনা তাদের। তাই সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং পাহাড়ের মানুষের কথা ভাবতে হবে। মমতার কথায়, তাঁকে সুযোগ দিলে পাহাড়ের স্থায়ী সমাধান করে দেবেন তিনি। এই প্রেক্ষিতে মমতার অভিযোগ, বিজেপি শুধুমাত্র অশান্তিতে ইন্ধন যোগাচ্ছে, পাহাড়কে আলাদা রাজ্য ঘোষণা করার লোভ দিচ্ছে। অভিযোগ, এই কারণেই বারবার উত্তপ্ত হচ্ছে পাহাড় এবং নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। তবে শুধু পাহাড় নিয়ে নয়, আজ কাশ্মীর ইস্যু নিয়েও বিজেপিকে একহাত নেন মমতা। বলেন, তিনি শান্তির পক্ষে কিন্তু বিজেপি পাহাড়েও যেমন অশান্তি করছে ঠিক তেমনই কাশ্মীরেও করছে।

ঠিক এই ইস্যুতেই মুখ খুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর বক্তব্য, পাহাড়ে নির্বাচন করানোর আগে পুলিশ খুন নিয়ে ভাবতে হবে মমতাকে। যারা সেই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আদতে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে সব মামলা তুলে নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন যে তিনি কাশ্মীর ইস্যু নিয়ে না ভাবেন। সুকান্তর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে পশ্চিমবঙ্গ আফগানিস্তান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *