কলকাতা: রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ, সেই কারণে এই প্রথমবার বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-২২ সালের অন্তর্বর্তী বাজেটে শিক্ষা এবং পার্শ্ব শিক্ষক নিয়োগে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে কলকাতা পুলিশে নতুন ব্যাটালিয়ন এবং তার জন্য বরাদ্দ অর্থের কথাও এ দিন ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, কলকাতা পুলিশে নেতাজি ব্যাটালিয়ন নামে নতুন ব্যাটালিয়ন হবে। তার জন্য বরাদ্দ ১০ কোটি টাকা। অন্যদিকে, নেতাজি রাজ্য যোজনা কমিশনের জন্য ৫ কোটি বরাদ্দের ঘোষণা করেন তিনি। পাশাপাশি, নিউটাউনে ‘আজাদ হিন্দ বাহিনী’ স্মারক তৈরির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, পার্ক সার্কাসে স্কাইওয়াক হবে। এর সঙ্গে অন্ডাল বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে, তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে এবং অশোকনগরে গ্যাস উত্তোলনের জন্যও বরাদ্দ করা হয়েছে। মমতার আরও সংযোজন, রুবি থেকে কালিকাপুর, উল্টোডাঙা থেকে পোস্তা বাজার, চিংড়িঘাটা থেকে নিউটাউন, পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ নির্মাণ হবে।এই উড়ালপথ নির্মাণে ২,৫৭৫ কোটি টাকা বরাদ্দ। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কমিশনকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।
এ দিকে, তিনি আরও জানান, মাদ্রাসা গুলিকে আর্থিক সহায়তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অলচিকি ভাষায় পড়ার জন্য ৫০০ টি নতুন স্কুল এবং পার্শ্ব শিক্ষক নিযুক্ত করা হবে, এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। পাশাপাশি নেপালি এবং হিন্দি ভাষার জন্য ১০০ স্কুল হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি এ দিন ঘোষণা করেন, তপশিলি জাতি এবং উপজাতি, দু:স্থদের জন্য আগামী তিন বছরে ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। একই সঙ্গে তিনি এদিন এও দাবি করেন, রাজ্যের রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। রাজ্যে কল্যাণমূলক কর্মসূচি চলছে।