mamata banerjee
কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে কলকাতার রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন তিনি৷ জানিয়ে দিলেন, কেন্দ্র টাকা দিল ভাল, না দিলে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না। রাজ্য সরকারই দেবে একশো দিনের কাজের টাকা।রাজ্যে ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের মজুরি বকেয়া পড়ে রয়েছে, যা মিটিয়ে দেবে নবান্ন। কবে? সেই তারিখও জানিয়ে দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে।’’ প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। ওই দিনটিকেই এই কাজের জন্য বেছে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী৷