ব্রেকিং: বর্ষশেষে বড় ঘোষণা! রাজ্য সরকারী কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা মমতার

ব্রেকিং: বর্ষশেষে বড় ঘোষণা! রাজ্য সরকারী কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা মমতার

কলকাতা: বড় দিনের আগে রাজ্য সরকারি কর্মচারীজের জন্য বড় ঘোষণা। ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

 

বৃহস্পতিবার বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি৷ এত দিন রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন। নয়া ঘোষণা অনুসারে আগামী বছর থেকে তাঁরা ১০ শতাংশ ডিএ পাবেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকরী হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ 

এদিন মমতা বলেন, “এর আগে আমরা ১২৫ শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম। তার পর পে কমিশন হয়েছে। বর্তমানে চার রকমের পে স্কেল রয়েছে। নতুন পে স্কেলে ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। আজ বড়দিনের বিকেলে ঘোষণা করছি যে ৪ শতাংশ হারে আরও এক কিস্তি ডিএ ১ জানুয়ারি থেকে দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারী, অধিনস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্কুল কলেজের শিক্ষক-কর্মচারী মিলিয়ে ১৫ লক্ষ কর্মচারী এই সুবিধা পাবেন।”

ডিএ ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, মহার্ঘ ভাতা বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক কমে হল ৩৬ শতাংশ। তিনি স্পষ্টই বলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তেমনটা নয়। রাজ্যের ক্ষেত্রে এটা ঐচ্ছিক৷ 

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের কোষাগারে খরচ বাড়বে ২,৪০০ কোটি টাকা৷ বর্ধিত ডিএ থেকে উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কেন্দ্রের কাছে এখনও আমাদের ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি। তার পরেও সীমিত সামর্থ্যের মধ্যে ডিএ বাড়ানোর চেষ্টা করেছে রাজ্য সরকার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *