স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, মিলবে স্টাইপেন্ড

স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, মিলবে স্টাইপেন্ড

কলকাতা:  রাজ্যের পড়ুয়াদের জন্য ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য স্টেডিয়াম থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এবং  যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা হাতেকলমে সরকারি দফতরের কাজ শিখতে পারবেন৷ পাশাপাশি মিলবে আর্থিক সহায়তা৷ এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নদের মাসে ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷  কিন্তু কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? 

স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই আবেদন করা যাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *