Aajbikel

আলিপুরদুয়ারে গড়ে উঠবে নতুন বিমানবন্দর, বিধানসভায় ঘোষণা মমতার

 | 
মমতা

কলকাতা: রাজ্যে গড়ে তোলা হবে আরও একটি বিমানবন্দর৷ আলিপুরদুয়ারের হাসিমারাতে নয়া বিমানবন্দর গড়ে তোলা হবে৷ তেমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ, সোমবার বিধানসভায় একথা ঘোষণা করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কোচবিহার, বালুরঘাটে বিমানবন্দর তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এমনকী পুরুলিয়াতেও বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যের মুকুটে আরও একটি সাফল্যের পালক জুড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

এদিন বিমানবন্দর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কোচবিহার, বালুরঘাটে বিমানবন্দর তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। মালদার কাজ শেষ পর্যায়ে। হাসিমারাতেও একটি বিমানবন্দর তৈরি করা হবে। ভাবনাচিন্তা চলছে। অন্ডালে একটি কার্গো বিমানবন্দর চালু করা হবে। বিমানবন্দর তৈরি হবে পুরুলিয়াতেও।’ নতুন বিমান বন্দর ঘোষণার পাশাপাশি এদিন বিজেপি বিধায়কদের দিকে বল ঠেলে দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানান, দ্রুত কাজের ছাড়পত্র দেওয়ার জন্য।

এ রাজ্যে এখনও পর্যন্ত বিজেপি’র কাজের কোনও নমুনা খুঁজে পায়নি বাংলার মানুষ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিমানবন্দর তৈরির জন্য আপনারা দ্রুত দিল্লি থেকে ছাড়পত্র আনার ব্যবস্থা করুন। ডবল ইঞ্জিন বিমান চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হোক। ইতিমধ্যেই বিমানবন্দরের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আকাশে কার কী ভাগ্যে আছে, সেটা কেউ বলতে পারে না। কেন্দ্রের উচিত ডবল ইঞ্জিন বিমান যাতে চালু করা যায় সেদিকে নজর রাখা।’‌

Around The Web

Trending News

You May like