হিঙ্গলগঞ্জ: পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখানে বনদেবীর পুজো করেন তিনি৷ বনদেবীর মন্দির ঘিরে দেন উন্নয়নের বার্তা৷ তিনি জানান, আজ হিঙ্গলগঞ্জে আসার আগে ১৫ হাজার শীত বস্ত্র কিনে এনেছেন তিনি৷ পাঁচ হাজার সোয়েটার, পাঁচ হাজার কম্বল আর পাঁচ হাজার চাদর৷ সেগুলি যেন মানুষ ঠিক মতো পায়৷ কিন্তু কোথায় রাখা হয়েছে সেগুলি? বক্তৃতা থামিয়েই প্রশ্ন করেন মমতা৷ সঠিক জবাব না পেয়ে মেজাজ হারান৷ বলেন, ‘‘শীতবস্ত্রগুলি কোথায় পরিষ্কার ভাবে বলুন৷ কত কষ্ট করে এখানে আসব বলে তিন দিন ধরে কম্বল, চাদর এবং সোয়েটার কিনেছি। আর এসে দেখছি নেই!’’
আরও পড়ুন- বরানগর প্রতিবন্ধী হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ, বিক্ষোভে পড়ুয়ারা
মুখ্যমন্ত্রীকে জানানো হয় শীতবস্ত্রগুলি বিডিও অফিসে রাখা হয়েছে৷ যা শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘‘বিডিও অফিসে কেন রাখা হবে? বিডিও-কে বলুন নিয়ে আসতে৷ আমি অপেক্ষা করব এখানে৷’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘কোনও জিনিস যদি ঠিক ভাবে যথাস্থানে না পৌঁছয় আমার গা জ্বালা করে৷ পুলিশ অন্যায় করলে দোষ হয় সরকারের৷ সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে৷ আমি হয়তো জানিই না কী দোষ করলাম৷’’ তাঁর কথায়, ‘‘বনদেবীর পুজো উপলক্ষে কম্বল, চাদরগুলি কিনে এনেছিলাম৷ এসে দেখছি সেগুলো উধাও৷’’ ‘‘এখনই নিয়ে এসো’’, মঞ্চ থেকেই নির্দেশ দেন মমতা৷ আবার মেজাজ হারিয়ে তিনি বলেন, ‘‘আমরা সরাসরি মানুষের হাতে এগুলো তুলে দেব৷ কারও মাধ্যমে নয়৷ কথা শোনা হয়নি কেন?’’ জোর ধমক তাঁর৷ তিনি বলেন, ‘‘আমি আর মিটিং করব কী! আমি ওগুলোই দিতে এসেছিলাম৷’’ যদি বিডিও, আইসি-রা ঠিক মতো কাজ না করেন, ডিএম-রা ঠিক মতো দায়িত্ব পালন না করেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘হয়তো একসঙ্গে ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ সম্ভব নয়৷ আমি বলেছিলাম ক্যাম্প করে বিতরণ করতে৷ কম পড়লে আমি দেখতাম৷ কিছু তো দেওয়া হত৷ পুজো উপলক্ষে এই উপহার এনেছিলাম৷’’ কিন্তু, তেমনটা না হওয়ায় সরকারি আধিকারিকদের উপর বেজায় রেগে যান তিনি৷ ভাষণ থামিয়ে হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে বসে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে হাত নেড়ে মুখ্যমন্ত্রীর বললেন, ‘‘আপনারা বসে থাকুন। আমিও বসলাম।’’ পরে শীতবস্ত্র আনিয়ে বিলি করেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল আরও শীতবস্ত্র এনে শিবির করে দেওয়া হবে বলেও জানান তিনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>