কলকাতা: নতুন বছরকে নিয়ে অনেক আশা রয়েছে সকলের। ২০২০ যে দুঃস্বপ্ন দেখিয়েছে তা কাটিয়ে উঠে সকলেই ভেবেছিলেন নতুন বছর নতুন ভাবে শুরু হবে। কিন্তু বছরের শুরুতেই খারাপ খবর শুনতে হবে কে জানত। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই খবর বাংলা এবং বাঙালির কাছে দুঃস্বপ্নের মত। ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সহকর্মী বিসিসিআই সেক্রেটারি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। একইসঙ্গে জানা গিয়েছে, বিজেপির বঙ্গ পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসা সংক্রান্ত খবরা খবর নিয়েছেন।
টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। তিনি লিখেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের খবর শুনে তিনি প্রচণ্ড দুঃখিত। তাঁর দ্রুত আরগ্য কামনা করছেন। এদিকে তাঁর অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে পরিবার সূত্রের খবর, এর আগে এইভাবে অসুস্থ হয়ে পড়েননি ‘দাদা’। এদিকে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং জেনেছেন যে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। তিনিও তাঁর সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Sad to hear that @SGanguly99 suffered a mild cardiac arrest and has been admitted to hospital.
Wishing him a speedy and full recovery. My thoughts and prayers are with him and his family!
— Mamata Banerjee (@MamataOfficial) January 2, 2021
I wish and pray for the speedy recovery of @SGanguly99. I’ve spoken to his family. Dada is stable and is responding well to the treatment.
— Jay Shah (@JayShah) January 2, 2021
সূত্রের খবর, এদিন নিজের বাড়িতেই জিম করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরেই কিছুটা অসুস্থ অনুভব করতে থাকেন তিনি। এরপর তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ইসিজি-র পর দেখা যা,য় মৃদু কার্ডিয়াক মহারাজের। তবে জানা গিয়েছে আপাতত তিনি স্থিতিশীল রয়েছে তবে তাঁকে পরবর্তী কিছু সময় পর্যবেক্ষণের রেখেছেন চিকিৎসকরা। এও জানা গিয়েছে, এনজিওপ্লাস্টি পরীক্ষা হয়ে যাবার পর খুব দ্রুতই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। জানা গিয়েছে, এদিন সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করার পর ব্ল্যাক আউট হয়ে যান তিনি। পরে অবশ্য নিজেই ডাক্তারকে ফোন করেন। পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ইসিজি হয়। তবে হঠাৎ এই ঘটনা স্ট্রেস-এর জন্য নাকি শরীরে আগে থেকে অন্য কোনও সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে একাধিক টেস্ট করা হতে পারে বিসিসিআই সভাপতির।