এবার ইস্যু অক্সিজেন, তিনদিনে প্রধানমন্ত্রীকে ৩টি চিঠি লিখলেন মমতা

এবার ইস্যু অক্সিজেন, তিনদিনে প্রধানমন্ত্রীকে ৩টি চিঠি লিখলেন মমতা

 

কলকাতা: অক্সিজেনের দাবি জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে শপথ গ্রহণের পর পরপর তিন দিনে তিনটি চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি ও মেডিকেল অক্সিজেন চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যে উৎপাদিত অক্সিজেন ভিন রাজ্যে পাঠানোয় আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেন, একদিনের মধ্যে রাজ্যে মেডিকেল অক্সিজেন চাহিদা ৪৭০ মেট্রিক টন এ এসে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহে তা আরও বেড়ে সাড়ে ৫৫০ মেট্রিক টনে দাঁড়াতে পারে বলে আশঙ্কা। এমত অবস্থায় এ রাজ্যে উৎপাদিত অক্সিজেন অভ্যন্তরীণ ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণে রাখার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ জানান। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সিলিন্ডার পৌঁছনোর প্রক্রিয়াকে মসৃণতর করার তিনি আবেদন জানিয়েছেন। পাশাপাশি চাহিদা মত প্রতিদিন সাড়ে ৫০০ মেট্রিক টন অক্সিজেনের সরবরাহ করার দাবিও জানিয়েছেন তিনি।

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই ভ্যাকসিন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিনামূল্যে টিকাকরণ থেকে শুরু করে হাসপাতালের বেড, ওষুধ এবং অক্সিজেন সংক্রান্ত একাধিক ইস্যু তুলে ধরে এই চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বাংলার কৃষকদের জন্য ১৮ হাজার টাকা করে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা। পশ্চিমবঙ্গের ২২ লক্ষ কৃষককে ১৮ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়ে নমোকে চিঠি দেন মমতা। গত দুই মাসে নরেন্দ্র মোদী ভোট প্রচারে বাংলায় এসে প্রতিবারই অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলায় পিএম কিষাণ প্রকল্প চালু হতে দেয়নি। তার ফলে বাংলার চাষিরা দু’বছরে ১২ হাজার টাকা করে অনুদান থেকে বঞ্চিত হয়েছে। এবারে সেই টাকাই পাঠানোর কথা চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =

‘এক দেশ, এক মত’ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা! মোদীকে চিঠি মমতার

‘এক দেশ, এক মত’ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা! মোদীকে চিঠি মমতার

কলকাতা: ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের তাঁকে চিঠি দিলেন তিনি, তবে এবার শিক্ষা সংক্রান্ত ব্যাপারে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতর সম্প্রতি যে মেমোরান্ডাম দিয়েছে তার প্রেক্ষিতে এই চিঠি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘এক দেশ, এক মত’ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা যৌথ তালিকাভুক্ত বিষয়। তা সত্বেও কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতর ১৫ জানুয়ারি যে মেমোরান্ডাম দিয়েছে সেই অনুযায়ী, রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়কে, বিদেশি কোনও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও রকম অনলাইন বা ভার্চুয়াল সেমিনার,কনফারেন্স করতে গেলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হবে। মমতার প্রশ্ন, ”শিক্ষা কি কোনও নির্দিষ্ট গন্ডি মানে? কেনও এইভাবে নিষেধাজ্ঞা জারি করা হবে। আপনার (প্রধানমন্ত্রী) কি মনে হয় না এটা শিক্ষা ব্যবস্থার ওপর পুলিশিং করা হচ্ছে? আর এক দেশ, এক মত- এটা কি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা?” তিনি আরও বলছেন, এই মেমোরান্ডাম জারি করার আগে একবারও রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি। ভারতীয় সংবিধান যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেছে, এই নির্দেশ তা লঙ্ঘন করছে। মুখ্যমন্ত্রীর কথায়, ”আপনার কাছে আমি আবেদন করছি যাতে শিক্ষা মন্ত্রক সত্ত্বর এই মেমোরান্ডাম তুলে নেয়। এবং পরবর্তীকালে এই ধরণের কোনও মেমোরান্ডাম দেওয়ার আগে যেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নেয়।”

গতকাল, রাজ্য সরকার প্রতিটি রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে চায়। নির্বাচনের আগে প্রতিটি রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য আরও বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটের সময় সকল মানুষ বাধ্য হবেন টিকা ছাড়া ভোট দিতে যেতে। তাই যাতে সকলকে ভ্যাকসিন প্রদান করা যায়, সেই কারণে বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আবেদন তিনি করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + nine =