দরজায় বিধানসভা ভোট, ফের একবার উত্তরবঙ্গ সফরে মমতা!

দরজায় বিধানসভা ভোট, ফের একবার উত্তরবঙ্গ সফরে মমতা!

 

কলকাতা: একাধিক সরকারি কর্মসূচি ও দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১ ফেব্রুয়ারি ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ১ ফেব্রুয়ারি দুপুরের বিমানে শিলিগুড়ি পৌঁছবেন। সেখানে ২ তারিখ এক প্রশাসনিক সভায় তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। ফালাকাটাতেও মুখ্যমন্ত্রীর এক প্রশাসনিক সভা করার কথা রয়েছে। ওইদিন আদিবাসীদের এক গণবিবাহ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এরপর ৩ তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর এক সভা করার কথা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার, এই তিন জেলা নিয়ে তিনি এক রাজনৈতিক সভা করবেন। উল্লেখ্য, ২০১৬-র পর ৪ বছর বাদে আবার তিনি সেখানে সভা করবেন।

ইতিমধ্যেই দীর্ঘ পাঁচ বছর পর নন্দীগ্রামের জনসভা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি শিবির। প্রায় প্রত্যেক জনসভায় নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলছেন, ভোট আসছে বলেই নন্দীগ্রামের কথা মনে পড়েছে তাঁর। ভোটের কারণেই পাঁচ বছর অন্তর অন্তর সেখানে যান তিনি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে নিয়েও এই ধরনের সমালোচনা শুরু হবে কি না তা দেখার। কারণ দার্জিলিংয়ের পরিস্থিতি এবং উত্তরবঙ্গের অবস্থা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিজেপি। বলা হয়েছে, সেখানকার আদতে কোনো উন্নয়ন করেনি তারা। এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানকার সাধারণ মানুষকে কিভাবে নিজেদের দিকে টানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। 

এদিকে নন্দীগ্রাম থেকে নিজেকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি। সেই প্রেক্ষিতে নন্দীগ্রামের সাধারণ মানুষ এবং সাংগঠনিক অবস্থান কি রয়েছে তা পর্যালোচনা করার জন্য ইতিমধ্যেই দলের তরফ থেকে সুব্রত মুখোপাধ্যায়কে সেখানে পাঠাচ্ছেন মমতা। এইবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম যে আবারও।সবচেয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে তা বলাই বাহুল্য। সেই কারণে সরেজমিনে সেসব জায়গায় অবস্থান সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত চাইছেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা নির্বাচনের জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ হাতছাড়া হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের। আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য যতটা সম্ভব ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করে চলেছে দল।

ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 18 =