Aajbikel

কেন্দ্রের চাকরি খুঁজুন, বেশি ডিএ মিলবে! বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

 | 
mamata

কলকাতা: ডিএ নিয়ে রাজ্যে ব্যাপক আন্দোলন চলছে দীর্ঘ দিন হল। রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ অবস্থান-বিক্ষোভ থেকে শুরু করে ধর্মঘট, কর্মবিরতি, দিল্লিতে ধর্না, সবই করেছে কিন্তু কোনও লাভ হয়নি। রাজ্য সরকার ডিএ বাড়ায়নি বরং আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করা হয়েছে। বিক্ষোভ চোর-ডাকাতরা বসে আছে বলেও তোপ দাগা হয়েছে। তাই এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন এখনও থামেনি। এবার ডিএ নিয়ে নয়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বার্তায় কেউই খুশি হবেন না, উলটে বিক্ষোভকারীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হবে। 

কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা সরব হয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, তা হলে আরও বেশি বেতন পাবেন, আরও বেশি ডিএ পাবেন! সোমবার মুখ্যমন্ত্রী ডিএ ইস্যুতে মুখ খুলে এমনটাই জানিয়েছেন। একই সঙ্গে তাঁর কথা, রাজ্যের কাছে পর্যাপ্ত টাকা থাকলে ভালবেসেই তিনি বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) দিতেন। এই প্রসঙ্গেই তিনি ফের মনে করিয়ে দেন, ডিএ ‘বাধ্যতামূলক’ নয়, ‘ঐচ্ছিক’। স্বাভাবিকভাবেই যে মুখ্যমন্ত্রীর এই বার্তায় ডিএ আন্দোলনকারীরা বড় ধাক্কা পেল তা বলাই বাহুল্য। 

ডিএ নিয়ে বার্তায় আরও কিছু বিষয় উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার কর্মচারীদের কাজের পর্যালোচনা করে। পারফরম্যান্স ভাল না হলে চাকরি চলে যায়। কিন্তু রাজ্য সরকারে এমনটা এখনও হয় না। তাই রাজ্য সরকারের চাকরিতে ঢুকলে সেই হিসেব বা নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। এই প্রসঙ্গে তাঁর আরও মন্তব্য, ইতিমধ্যে ১২৬ শতাংশ ডিএ দেওয়া হয়েছে, ষষ্ঠ পে কমিশনের টাকাও দেওয়া হয়েছে কর্মীদের। 

Around The Web

Trending News

You May like