কলকাতা: আরামবাগে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কার্যত জলে নেমে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন তিনি এবং একই সঙ্গে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পুজোর মুখে প্লাবিত রাজ্যের একাধিক জেলা। মুখ্যমন্ত্রী এই ইস্যুতে অভিযোগের আঙুল তুলেছেন ডিভিসির দিকেই। দাবি করা হয়েছে, তাদের ছাড়া জলের কারণেই বানভাসি হয়েছে গ্রামের পর গ্রাম। সেই প্রেক্ষিতেই এলাকা পর্যবেক্ষণে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।