ISL নিয়ে ইস্টবেঙ্গলকে বড় আশ্বাস দিলেন মমতা, আশায় সর্মথকরা

ISL নিয়ে ইস্টবেঙ্গলকে বড় আশ্বাস দিলেন মমতা, আশায় সর্মথকরা

কলকাতা: চুক্তি জটে জর্জরিত ইস্টবেঙ্গল ক্লাব। সমস্যা এমন জায়গায় পৌঁছেছে যে এবছর আইএসএল খেলা আদৌ হবে কিনা ইস্টবেঙ্গলের তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে এরই মাঝে আশার আলো দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে এবং সমস্যা মিটে যাবে।

গত বছর আইএসএল খেলার আগে ইস্টবেঙ্গলকে সাহায্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ইনভেস্টর ইস্যুতেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল এবং অবশেষে তারা আইএসএল খেলতে পেরেছিল। এবছরও ইনভেস্টর সমস্যা নিয়ে ভুগছে শতবর্ষের ক্লাব। সেই প্রেক্ষিতে রক্ষাকর্তা হিসেবে আবার সামনে এসে দাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে বললেন, চিন্তার কোন কারণ নেই, ইস্টবেঙ্গল এই বছর আইএসএল খেলবে। সমস্যা যা রয়েছে তা খুব শীঘ্রই মিটে যাবে। মমতা প্রতিশ্রুতি দিয়ে বলেন, গত বছরের মতো এ বছরও সমস্যা কেটে যাবে ইস্টবেঙ্গলের। 

আরও পড়ুন- BREAKING: বিষমদকাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশার যাবজ্জীবন

এদিন প্রকল্প উদ্বোধনে মমতা জানান, বাংলায় খেলার পরিকাঠামো মজবুত করা লক্ষ্যে অনেক পদক্ষেপ করা হয়েছে৷ ৪০টি যুব নিবাস, ৭৪টি স্টেডিয়াম, ৭৯৩টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, ৪ হাজারের বেশি মাল্টি জিম, ৪০০-র বেশি খেলার মাঠের উন্নয়ন, সুইমিং পুল, রাজ্য জুড়ে বিভিন্ন স্টেডিয়াম, যুব ভারতী ক্রিড়াঙ্গন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডার্ন মাঠ, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি ‘খেলাশ্রী’ প্রল্পের আওতায় বিভিন ক্লাবকে আর্থিক সহায়তা করা হচ্ছে৷ ২৫ হাজার ক্লাবকে ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা করে গ্রান্ট দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ১ লক্ষ গরিব ক্লাবের জন্য ফুটবল তৈরি করা হয়েছে৷ আইএফ-এর অধীনে থাকা ৩০৩ টি ক্লাবের প্রতিটি ক্লাবকে ১০ টি করে ফুটবল দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ এছাড়াও ইস্ট বঙ্গল, মোহনবাগান ও মহামেডানকে ১০০টি করে বল দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =