‘কান ধরে হিন্দুধর্ম শেখাব’, দুর্গাপুজোর প্রসঙ্গ টেনে শাহকে পাল্টা আক্রমণ মমতার

‘কান ধরে হিন্দুধর্ম শেখাব’, দুর্গাপুজোর প্রসঙ্গ টেনে শাহকে পাল্টা আক্রমণ মমতার

নামখানা: দুর্গাপুজোর পর এবার সরস্বতী পুজো নিয়ে তরজা শুরু৷ নামখানায় এসে এদিন এক অদ্ভুত দাবি করে বসলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বললেন, বাংলায় নাকি সরস্বতী পুজো হত না৷ উপর থেকে চাপ দেওয়ায় বাংলায় সরস্বতী পুজো শুরু করেন মমতা৷ আর তাতে তিনি খুব খুশী হয়েছেন৷ পৈলান থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তার পাল্টা দিলেন মমতা৷ বললেন, বাংলায় নাকি সরস্বতী পুজো হত না৷ উনি সরস্বতী পুজোর মন্ত্র জানেন?

এরপরই এদিন সরস্বতী পুজো মন্ত্র বলেন মমতা, তবে এবারও মন্ত্র বলতে গিয়ে হয় বিভ্রাট৷ অনেক জায়গাতেই আটকে যান মমতা৷ পাশাপাশি এদিন দুর্গাপুজোর প্রসঙ্গ তুলেও শাহকে তোপ দাগেন মমতা৷ বলেন, বলছে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না৷ তাহলে আটাশ হাজার ক্লাব পঞ্চাশ হাজার টাকা করে পেল কীভাবে৷  শুধু তাই নয়, এদিন বিজেপির হিন্দুত্ববাদ নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো৷ বলেন, আমরা কান ধরে যে কাউকে হিন্দুধর্ম শিখিয়ে দিতে পারি৷ মমতা আরও বলেন, বাড়ি গিয়ে মা-বোনেদের ভুল বোঝালে সোজা কান মুলে দিন। এতে তো আর মামলা হয় না।

বাংলার মহিলাদের ভোট টানতে চাকরিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলায় সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশের বেশি সংরক্ষণ করা হবে৷ এদিন পালটা সেই অংশের ভোট ধরে রাখতে মমতা বলেন, “বাংলার মেয়েরা-মায়েরা আমার শক্তি। আমি তাঁদের পুজো করি। তাঁদের দেখে আমি রাজনীতিতে এসেছি।” একইসঙ্গে বিজেপিকে চরম নিশানা করে মমতা বলেন, চোরের মায়ের বড় গলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fourteen =