আদিবাসী ভোট টানতে মরিয়া! ফালাকাটায় গণবিবাহের উত্সবে মাতলেন মমতা

আদিবাসী ভোট টানতে মরিয়া! ফালাকাটায় গণবিবাহের উত্সবে মাতলেন মমতা

আলিপুরদুয়ার:  ফালাকাটায় গিয়ে আদিবাসী গণবিবাহের অনুষ্ঠানে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পা মেলালেন আদিবাসী নাচে৷ যেন তিনি একদম উত্তরবঙ্গে ঘরের মেয়ে৷ নিজের হাতে পাত্র-পাত্রীর হাতে তুলে দেন উপহার সামগ্রী। একইসঙ্গে পা মেলালেন আদিবাসী নৃত্যে৷ ধামসা মাদলের তালে তালে নাচতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷ বর-কনেদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান মমতা৷  

বিভিন্ন চা বাগানের দারিদ্রসীমার নিচে বসবাসকারী তরুণ-তরুণী, যাঁরা সামাজিক মতে বিয়ে না করে দীর্ঘদিন সংসার করছেন, তাঁদের সামাজিক মতে বিয়ে দেওয়া হয় এদিন। পাশাপাশি, যাঁরা অর্থের অভাবে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করতে পারছেন না, তাঁদেরও বিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে। প্রায় ৩০০ জোড়া বর-কনের বিয়ে হয় ফালাকাটা গণবিবাহ অনুষ্ঠানে। তাদের এই অনুষ্ঠানে সামিল হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ উত্সবে মাতলেন তিনি৷ 

নির্বাচনের আগে এই গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ব্যাপক ভরাডুবি হয় তৃণমূলের। আদিবাসী সমাজের মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঝুঁকেছিলেন বিজেপির দিকে। এবার সেই আদিবাসী সমাজকেই কাছে টানতে মরিয়া তৃণমূল। এদিন মুখ্যমন্ত্রীকে  পাশে পেয়ে আপ্লুত ফালাকাটার আদিবাসী সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 11 =