ঝাড়গ্রাম: মাস্ক পরার জন্য রাজ্যবাসী-সহ প্রশাসনিক আধিকারিকদের অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক পরতে ভোলা উচিত নয়, মাস্ক পরলে তবেই বিপদ এড়ানো সম্ভব বলেও জানিয়েছেন তিনি৷ ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে সরকারি দফতরগুলি থেকে নিজ নিজ কাজের ক্ষেত্রগুলিতে মাস্ক দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পুজোর সময় কমিউনিটি ডেভেলপমেন্টের অংশ হিসেবে পুলিশকে মাস্ক বিলি করার কথা বলেন৷ কৃষি, পঞ্চায়েতসহ বিভিন্ন দফতরকে তিনি এবিষয়ে অনুরোধ করেন।
তিনি বলেন, অনেক মানুষ রয়েছেন যাদের মাস্ক কেনার ক্ষমতা নেই। পুলিশ প্রশাসনের তরফে তাদের মাস্ক কিনে দিতে হবে। জনসাধারণের কাছে তিনি অনুরোধ করেন মাস্ক পরা অভ্যেস করতে। নিজের এলাকায় করোনা ছড়ানো নিয়ে তিনি বলেন, রোগটি যেহেতু হাওয়া বাহিত তাই, একজন থেকে ্নেকজনে তা ছড়িয়ে পড়ছে। নিজের এলাকা কালীঘাট নিয়ে তিনি বলেন দেড়মাস ধরে এলাকা কনটেন্টমেন্ট করে রেখে করোনা ঠেকানো সম্ভব হয়েছে। কিন্তু কনটেন্টমেন্টের নিষেধাজ্ঞা তুলে নিতেই হুহু করে ছড়াচ্ছে রোগ। তিনি জানিয়েছেন তাঁর বাড়িতে থাকা এক সহায়ক করোনা আক্রান্ত।
তিনি সতর্ক করেন, ছোট ছোট বিষয়ের দিকে নজর রাখতে বলেন। নিয়মিত পরীক্ষা করিয়ে নেওয়ার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। করোনা হাওয়া বাহিত হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন শুধু দূরত্ব বিধি বজায় রাখলেই এই রোগ এড়ানো সম্ভব নয়। জামাকাপড়, বাজারের থলে সব থেকেই এই রোগ ছড়াচ্ছে ফলে সতর্ক থাকা একান্ত প্রয়োজন বলে এদিন এক প্রশাসনিক বৈঠক থেকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন সঠিকভাবে কতটা দূরত্ব বজায় রাখলে এই রোগ এড়ানো সম্ভব হচ্ছে। ফলে সতর্ক থাকার উপযোগিতার কথা এদিন বারবার বলেন মমতা। ঝাড়গ্রামের এই প্রশাসনিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রামে করোনার প্রকোপ বাড়ছে। ফলে এই মুহূর্তে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। এবিষয়ে সরকারের তরফে এগিয়ে এসে সচেতনতার বার্তা দেওয়ার কথাও তিনি বলেন।