কলকাতা: ২০২১-এর নির্বাচনী মহারণে বহুচর্চিত নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই লড়াইয়ের সিদ্ধান্ত জন্ম দিয়েছে একাধিক জল্পনার। যে নন্দীগ্রাম ইস্যুকে হাতিয়ার করে একদিন বাম সাম্রাজ্যের অবসান ঘটিয়েছিলেন, সেখান থেকে কি ফের জয় ছিনিয়ে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি ‘ঘরের ছেলে’ শুভেন্দু অধিকারীকেই বেছে নেবেন নন্দীগ্রামের মানুষ? এই রাজনৈতিক জল্পনার মাঝেই এবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নতুন তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন- কালিপুজোয় গরম খিচুড়ি ছোঁড়াছুড়ি! তৃণমূল-বিজেপি ধুন্ধুমার বীরভূমে
বস্তুত, মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচন লড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেও বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত ওই কেন্দ্রের প্রার্থী নিশ্চিত করে বলা হয়নি। আপাতভাবে যদিও শুভেন্দু অধিকারীকেই প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে প্রার্থী ভাবা হচ্ছে, তবু এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে এলে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর জন্য তাঁকেও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী নির্বাচনের ফলাফল নিয়ে যে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এদিন সে কথাই জানিয়েছেন ঘাসফুল নেত্রী।
বৃহস্পতিবারের দলীয় জনসভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে হুংকার ছেড়ে মুখ্যমন্ত্রী বলেন, “নন্দীগ্রাম থেকেই আমি লড়ব। অমিত শাহ চাইলে এখানে এসে লড়তে পারেন।” জিতে গেলে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতিকে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীও বানিয়ে দেওয়া হবে বলে কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একুশের নির্বাচনে সাফল্য নিয়ে তিনি ১১০% আত্মবিশ্বাসী। তাঁর কথায়, “২২১-এর কম সিট পাবো না। শেষ দু’বার যা পেয়েছি তার চেয়ে এবার আরো বেশি সিট জিতবো।”
আরও পড়ুন- সুরক্ষার দাবিতে জেলাশাসক দফতরের সামনে ভোটকর্মীদের বিক্ষোভ
উল্লেখ্য, এদিন প্রাক-নির্বাচনী আবহে ফের রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহার থেকে বিজেপির চতুর্থ দফার পরিবর্তন যাত্রার সূচনা করে তিনি সোজা চলে আসেন বনগাঁর ঠাকুরনগরে। সেখান থেকেই মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেছেন তিনি। তুলে এনেছেন ‘ভাইপো’ প্রসঙ্গও।