কলকাতা: কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। এখন দেখা যাচ্ছে, জনসভার ক্ষেত্রে কেউ এক দুদিন পিছিয়ে যেতেও রাজি নন। আগামী রবিবার অর্থাৎ ৭ মার্চ ব্রিগেডে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে বিজেপি শিবিরের। আগের রবিবার বাম এবং কংগ্রেস জোট ব্রিগেড করেছে, এই রবিবার করছে বিজেপি, তাই স্বাভাবিকভাবে আন্দাজ করা হচ্ছিল যে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দেবে যে তারা কবে ব্রিগেড করছে। কিন্তু ব্রিগেডের অপেক্ষায় থাকতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার পাল্টা সভা সেইদিনই করতে চলেছেন তিনি! সূত্রের খবর, আগামী রবিবার শিলিগুড়িতে সভা করতে পারেন ঘাসফুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন – ‘রক্ত বিক্রি করে আত্মনির্ভর হবে ভারত?’ মোদীকে তীব্র আক্রমণ মিমির
আগামী রবিবার ব্রিগেড জনসভা থেকে বিজেপি এই রাজ্যের ভোটের প্রাক্কালে গণ জনসভার সূচনা করে দেবে। ইতিমধ্যেই জানা গিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলিতভাবে ৭০ টি জনসভা করতে পারেন বাংলায়। সেই নিয়েও আলাদাভাবে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির বঙ্গ ব্রিগেড। এই পরিস্থিতিতে এতটুকুও সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল কংগ্রেস শিবিরও। তাই এ জানা গিয়েছে, বিজেপি যেদিন ব্রিগেড করবে, সেই দিনই উত্তরবঙ্গে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাবে, একই দিনে দুই মহারথীর দুই জায়গায় সভা, স্বাভাবিকভাবে বাংলার রাজনৈতিক উত্তাপ আরো বিপুলভাবে বাড়িয়ে দেবে। প্রসঙ্গত, এর আগে যেদিন হুগলিতে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে ৪৮ ঘন্টার মধ্যে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আর কয়েক ঘন্টাও অপেক্ষা করতে চাইছেন না তিনি।
আরও পড়ুন- ‘বাংলায় জয় শ্রীরাম স্লোগান রোখার চেষ্টা চলছে, বিরোধিতা হচ্ছে CAA-র, তোপ যোগীর
এদিকে বিজেপি সূত্রে ইতিমধ্যেই আরও জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বাংলায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে কমপক্ষে ২০ টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদিকে সভা করতে গিয়ে হাফ সেঞ্চুরি পর্যন্ত করে ফেলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! তবে শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও কমপক্ষে ৫০ টি সভা করতে চলেছেন বলে বিজেপির দলীয় সূত্রে খবর। সব হিসাব করলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির সভা হতে চলেছে প্রায় ১২০ টি।