কলকাতা: রাজ্যের করোনা চিত্র নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।তাঁর অভিযোগ রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে ভাঁওতা দিচ্ছেন। পাশাপাশি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ লকডাউন না মানলেও মুখ্যমন্ত্রী দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ তুলেছেন ওই বিজেপি নেতা।
রাজ্যে করোনা মৃত্যুর হিসাব দিতে বিশেষজ্ঞ কমিটি গড়েছে সরকার। কোনও করোনা আক্রান্তের মত্যু হলেও ওই কমিটির সম্মতি ছাড়া তা করোনায় মৃতদের তালিকায় যুক্ত করে প্রকাশ্যে আনা যাবেনা বলে ঘোষণা করা হয়েছে। আর এই নিয়ে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন অর্জুন।মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই বার্তায় তিনি বলেন, ‘যখন ডেঙ্গু ছড়াচ্ছিল তখন আপনি ডাক্তারদের নির্দেশ দিয়েছিলেন মৃত্যুর কারণ ডেঙ্গু লেখা যাবেনা। লিখতে হবে মাল্টি অর্গান ফেলিওর।আজকে করোনার ক্ষেত্রেও যে ডাক্তার চিকিত্সা করছেন তিনি রোগীর ডেথ সার্টিফিকেট লিখতে পারবেন না।আপনার ঠিক করা অন্য পাঁচ জন ডাক্তার লিখবেন। এটা কি যুক্তিসংগত না বিজ্ঞান সম্মত?’ রাজনৈতিক স্বার্থে মমতা রাজ্যের মানুষকে ভাঁওতা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি রাজ্যের কিছু কিছু যায়গায় লক ডাউন চলাকালীন সোশ্যাল ডিসট্যান্সিং মানা হচ্ছেনা বলেও অভিয়োগ করেছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘ আপনি মুখে সোশ্যাল ডিসট্যানসিং-এর কথা বলছেন। কিন্তু অনেক যায়গাতেই তা মানা হচ্ছেনা। আপনি দেখেও চোখ বন্ধ করে আছেন। ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন।’ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার বার্তা করোনায় রাজনৈতিক রং বা সম্প্রদায় দেখে মানুষ আক্রান্ত হচ্ছেনা। তাই এসময় রাজনীতির কথা না ভেবে বৃহত্তর স্বার্থের কথা ভাবুন মমতা।