প্রশ্ন উঠলেই তথ্য নেই বলছে কেন্দ্র! মুখ্যমন্ত্রীর মন্তব্যে পাল্টা অধীর, ‘আপনিও তাই’!

প্রশ্ন উঠলেই তথ্য নেই বলছে কেন্দ্র! মুখ্যমন্ত্রীর মন্তব্যে পাল্টা অধীর, ‘আপনিও তাই’!

কলকাতা: কেন্দ্র সরকারের কৃষি বিলের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তথ্যের অধিকার দিবসে মোদি সরকারকে তুলোধোনা করতে গিয়ে অধীর অন্তব্যে বিড়ম্বনায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তথ্য জানার অধিকার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ পাল্টা মমতা সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের গুরুতর অভিযোগ তুলেছেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷

তথ্য জানার অধিকারের প্রসঙ্গ তুলে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সরব হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘‘আজ আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবস৷ সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে যেভাবে কেন্দ্রীয় সরকারের মুখোশ খুলে গিয়েছে তা চমকপ্রদ৷ সংসদে বেশিরভাগ প্রশ্নের উত্তরে বলা হয়েছে, তথ্য নেই৷ প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে৷ সরকার মানুষের কাছে উত্তর দিতে দায়বদ্ধ৷’’

 

আজ আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবসে মুখ্যমন্ত্রীর এই টুইট বার্তার পর বাংলার মা-মাটি-সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অধীর৷ পাল্টা ময়দানে নেমে মুখ্যমন্ত্রীকে কার্যত কটাক্ষ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে তথ্য গোপন ইস্যুতে কেন্দ্র সরকারের দেখানো পথে রাজ্য হাঁটছে বলেও টুইটারে অভিযোগ তুলেছেন অধীর৷ লিখেছেন, ‘‘সত্য গোপনের জন্য তথ্য জানার অধিকার আইনের তোয়াক্কা করছে না কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের পথে হেঁটে সাধারণ মানুষকে তাদের তথ্যের অধিকার দিতে অস্বীকার করছে পশ্চিমবঙ্গ সরকার৷ স্বচ্ছতার স্বার্থে করোনা পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক পশ্চিমবঙ্গ সরকার৷’’ কটাক্ষের সুরে অধীর লিখেছেন, ‘‘এই ঐতিহাসিক দিনে এইটুকু অন্তত করে দেখাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷’’

 

 

যদিও রাজ্য বিধানসভা অধিবেশনে বিরোধীরা বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করলেও হয় তথ্যবিভ্রাট অথবা তথ্য না দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছে বাম-কংগ্রেস৷ এর আগেও একাধিক অধিবেশনে বাম-কংগ্রেসের তরফে একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে৷ সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়েও নবান্নের সভাগৃহে সর্বদল বৈঠকে রাজ্য সরকারের দেওয়া তথ্যে বিস্তর গোলমালের অভিযোগ তুলেছিল বিরোধীরা৷ এবার এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তথ্য জানার অধিকার নিয়ে সরব হতেই পাল্টা তাঁকেই কার্যত বিড়ম্বনায় ফেলে দিয়েছেন কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বিরোধীদের তথ্যের অভিযোগ ‘খড়ের গাদায় সুচ’ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *