হাইভোল্টেজ মালদহ! যৌথ ভাবে সভা করবেন মমতা-অভিষেক, গরম ভোটের হাওয়া

হাইভোল্টেজ মালদহ! যৌথ ভাবে সভা করবেন মমতা-অভিষেক, গরম ভোটের হাওয়া

 কলকাতা: রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার৷ সেই সূত্রে আপাতত উত্তরবঙ্গে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কাল মালদহের ইংরেজবাজারে ক্যাম্প রয়েছে তাঁর৷ সেই শিবিরে যোগ দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবারই মালদহে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী৷ আগামিকাল,  মালদহে হবে হাই ভোল্টেজ সভা৷ একই মঞ্চে থাকবেন মমতা ও অভিষেক৷ এছাড়া আরও একটি অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে মমতার৷ 

মালদহে পৌঁছেই বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।  মালদহ জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর৷ পাশাপাশি, দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে৷ প্রশাসনিক বৈঠকে মালদহ জেলার সামগ্রিক পরিকাঠামো সহ বিভিন্ন প্রকল্পের কাজ কেমন চলছে, তা পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে বুথে বুথে সংগঠন মজবুত করার লক্ষে গ্রামে চলো-সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। বীরভূমের সভা থেকে লড়াইয়ের সুর বেঁধে দিয়ে গিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুথ ছুঁয়ে পদযাত্রা ও গ্রাম জাগাওয়ের মতো কর্মসূচির পর বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের লক্ষ্য নিয়েছে সিপিএম। সাগরদিঘিতে তৃণমূলকে হারানোর পর মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়া-উত্তর দিনাজপুরের মতো পুুরনো ঘাঁটিগুলিতে নতুন করে শক্তি সঞ্চয়ে মরিয়ে হয়ে উঠেছে কংগ্রেসও। সেই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে শুরু হয়েছে তৃণমূলের মেগা কর্মসূচি৷ যার অংশ হিসাবেই আগামীকাল এক মঞ্চে আসছেন মমতা-অভিষেক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 18 =