UGC-কে বলুন পরীক্ষা বাতিল করতে, মোদীকে পারমর্শ মমতার, টুইট-যুদ্ধে ধনকর-পার্থ

UGC-কে বলুন পরীক্ষা বাতিল করতে, মোদীকে পারমর্শ মমতার, টুইট-যুদ্ধে ধনকর-পার্থ

 

নয়াদিল্লি: করোনা আবহে কীভাবে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা? ইউজিসিকে বলুন আগে সিদ্ধান্ত কার্যকর করতে৷ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো বৈঠকে কলেজ পরীক্ষা বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- কেন বাতিল হবে না পরীক্ষা? UGC-র মত চাইল সুপ্রিম কোর্ট, টুইট রাজ্যপালের

করোনা পরিস্থিতিতে কেন বাধ্যতামূলক কলেজের সেমিস্টার? কীভাবে নেওয়া হবে পরীক্ষা? ইউজিসিকে বলুন আগের সিদ্ধান্ত মেনে নিতে৷ পরীক্ষা নিয়ে আগের প্রধানমন্ত্রীর সামনে সাফ নিজের অবস্থান জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসির আগের নির্দেশিকা অনুযায়ী রাজ্য পরীক্ষা বাতিল করা হয়েছে৷ সেই মর্মে কীভাবে পরীক্ষা মূল্যায়ন করা হবে, তার গাইডলাইন তৈরি করা হয়েছে৷ কিন্তু হঠাৎ ইউজিসি জানিয়েছে, পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক৷ এখন পরীক্ষা নেওয়া খুবই কঠিন৷ স্কুল-কলেজ বন্ধ৷ অনুরোধ করছি, অবিলম্বে এই বিষয়টি সমাধান করুন৷ ইউজিসিকে আগের নির্দেশ কার্যকর করতে বলুন৷

আরও পড়ুন- চাকরির হদিশ দিতে রাজ্যে চালু নয়া পোর্টাল ‘রোজগার বাজার’

অন্যদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয় ফাইনাল সেমিস্টার পরীক্ষা নিয়ে ইউজিসির মতামত জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিমকোর্টে দায়ের হয়েছিল মামলা৷ আগামী ২৯ জুলাইয়ের মধ্যে ইউজিসিকে জানাতে হবে মতামত৷ আগামী ৩১ জুলাই এই নিয়ে মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা৷

আরও পড়ুন- ‘অবিলম্বে বাংলার বকেয়া টাকা মিটিয়ে দিন’, ফের মমতায় নীরব মোদী

অন্যদিকে, ইউজিসর নির্দেশ ঘিরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঘিরে ইতিমধ্যেই রাজ্য-রাজ্যপাল টুইটযুদ্ধ শুরু হয়েছে৷ আজ টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ জানান, সবার আগে প্রড়ায়াদের স্বার্থ৷ আপনাদের উদ্বেগের কথা মাথায় রেখেই বলছি, ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, সোমবার সুপ্রিম কোর্টে, ৩০ জুলাই দিল্লি হাইকোর্ট, ৩১ জুলাই বম্বে হাইকোর্টে মামলা৷ উপাচার্য ঢাল হিসাবে না দাঁড় করিয়ে এদিকে নজর দিন৷ উপাচার্যদের কাজকর্মের ওপর নজর রাখা হচ্ছে৷

আরও পড়ুন- শারীরিক সমস্যা হারিয়ে ১.৫ ফুটের দেবার্ণিতা আজ কলেজমুখী, প্রবল ইচ্ছাশক্তির জয়

রাজ্যপালের পর পাল্টা জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী চট্টোপাধ্যায়৷ জানিয়েছেন, ধন্যবাদ রাজ্যপাল মহোদয়৷ পুরোনো কাসুন্দি ঘাঁটছেন৷ নিজেই ৬ তারিখের বিবৃতি বাতিল করতে পারত৷ কোর্টের অপেক্ষায় আছেন কেন? রাজ্যের সার্বিক কল্যাণে মন দিন৷ বাংলা ছাত্র সমাজের ভবিষ্যৎ ঢাল করবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =