চাঁচল: রাজ্যের পরিবহন মন্ত্রীর সফরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি মালদহের চাঁচলে। তোড়জোড় শুরু করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। রবিবার চাঁচলের কলিগ্রামে এনবিএসটিসির নয়া ডিপো উদ্ধোধনে আসছেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
মন্ত্রীর সফরের আগে শনিবার হেলিপ্যাড পরিদর্শন করলেন পরিবহন দপ্তর। ৮১ নং জাতীয় সড়কের ধারে চাঁচল কলেজ মাঠে শনিবার ট্রায়াল দিল হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে নেমে মাঠের পরিকাঠামো খতিয়ে দেখলেন দপ্তরের আধিকারিকরা। শনিবার দুপুর বারোটা নাগাদ উত্তরবঙ্গের বাগডোগরা থেকে হেলিকপ্টার আসে চাঁচলে। এদিনের এই মহড়াকে ঘিরে চাঁচল মহকুমা পুলিশ ও চাঁচল পুলিশের নিরাপত্তাব্যবস্থা ছিল আটোসাটো। দমকলের দুটি ইঞ্জিন ও নিশ্চয়যান ছিল এদিন মাঠে।
মহড়া চলাকালীন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, চাঁচলের এসডিপিও শুভেন্দুমণ্ডল, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ ও মহকুমা প্রশাসনকেও এদিন মাঠে দেখা গিয়েছে। চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান,পরিবহন মন্ত্রীর সফরকে ঘিরে গোটা চাঁচলকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মাঠের সর্বাঙ্গীন পরিস্থিতি খতিয়ে দেখতে ট্রায়াল করা হল। অন্যান্য দিনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে নাকাচেকিং জোরদার চালানো হচ্ছে।
অন্যদিকে বিধানসভার নির্বাচনের পর চাঁচলে পরিবহন মন্ত্রীর সফরকে ঘিরে উচ্ছাসে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, আজ মাঠের নিরাপত্তা বলয় সুনিশ্চিত করতে হেলিপ্যাডে ট্রায়াল রান চালানো হয়েছে। তবে নিম্নচাপের কারনে বৃষ্টির জেরে মাঠের অবস্থা কর্দমাক্ত। জল কাদায় পরিপূর্ণ থাকায় মাঠের মাঝখান থেকে কংক্রিটের রাস্তা পর্যন্ত অস্থায়ী ভাবে ইট সোলিং করা হয়েছে। সব মিলিয়ে মন্ত্রীর সফরকে ঘিরে জোর প্রস্তুতি চাঁচলে।