বাড়িতেই তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার, পদ্ধতি শেখাচ্ছে বিজ্ঞান মঞ্চ

বাড়িতেই তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার, পদ্ধতি শেখাচ্ছে বিজ্ঞান মঞ্চ

কলকাতা: করোনার জেরে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের আকাল৷ জনতার অসহায়তার সুযোগ নিয়ে বাড়ছে কালোবাজারি৷ আর এই পরিস্থিতিতে বাড়িতেই হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরামর্শ দিচ্ছে রাজ্য বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত ব্যান্ডেলের বেশ কয়েকজন যুবক৷ বাড়িতে কীভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যেতে পারে, তার পদ্ধতি বাতলে দিচ্ছেন তাঁরা৷

ঠিক কীভাবে তৈরি করা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার? রয়েছে তিনটি পদ্ধতি৷ তিনটি পদ্ধিতে প্রয়োজন গ্লিসারিন, আইসো প্রোপানল, গ্লিসারিন, ইথানল, অ্যালোভেরা জেল, ইউক্যালিপটাসের, হাইড্রোজেন পারঅক্সাইড, পাতিলেবুর রসের মতো বিভিন্ন উপাদান৷ এই উপাদ দিয়ে কীভাবে বাড়াতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে হবে, তাও জানিয়ে দিচ্ছেন ওই তরুণ দল৷

প্রথম পদ্ধতি: ৩ কাপ আইসো প্রোপানল দিতে হবে৷ তার সঙ্গে ১ কাপ অ্যালোভেরা জেলা দিয়ে মেশাতে হবে৷ সেই তরলটি ছেঁকে নেওয়ার পর দিতে হবে পাতিলেবুর রস৷ পরে তা বোতলবন্দি করে ফেললেই তৈরি হয়ে যাবে হ্যান্ড স্যানিটাইজার৷

দ্বিতীয় পদ্ধতি: ৭৫০ মিলি আইসো প্রোপানল নিতে হবে৷ সঙ্গে ৪০ মিলি হাইড্রোজেন পারঅক্সাইড লাগবে৷ ১৫ মিলি মতো গ্লিসারিন নিতে হবে৷ ওই তিনটি রাশায়িন একসঙ্গে মিশিয়ে রাখতে হবে৷ এরপর ১৯৫ মিলি লিটার জল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করতে হবে৷ এরপর আগের রাশায়নিক মিশ্রণগুলি ফুটিয়ে রাখা ঠান্ডা জলে মেশাতে হবে৷

তৃতীয় পদ্ধতি: আইসো প্রোপানল না থাকলে ইথানল ব্যবহার করার যাবে৷ ৮৩৫ মিলি ইথানল ও ১১০ মিলি জল প্রয়োজন৷ এরপর দু’নম্বর পদ্ধতির অনুসরণ করতে হবে৷ প্রতিধাপে আইসো প্রোপানল বা ইথানলের ঘনত্ব হওয়ার প্রয়োজন ৯৯.৮ শতাংশ৷ হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনত্ব ৩ শতাংশ ও গ্লিসারিনের ঘনত্ব ৯৮ শতাংশ হতে হবে৷ রাশায়নিকের ঘনত্ব অবশ্যই নিশ্চিত করতে হবে৷ ফলে, বাড়িতে চেষ্টা করার আগে বিজ্ঞান মঞ্চের দেওয়া পদ্ধতিগুলি বিস্তারিত জেনে নিতে হবে৷

বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল শাখার সম্পাদক সন্দীপ সিংহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘খুব সহজে বাড়িতে বসেই কীভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায়, তা হাতেকলমে আমরা দেখিয়ে দিচ্ছি৷ চলছে প্রচার৷ সোশ্যাল মিডিয়াতেও আমরা রেসিপি আকারে তা প্রচার করছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *