ভোটের মুখে রাজ্য পুলিশে বড়সড় রদবদল, ২৪ পুলিশকর্তাকে বদলি

ভোটের মুখে রাজ্য পুলিশে বড়সড় রদবদল, ২৪ পুলিশকর্তাকে বদলি

ead5006eb20089c47fbe25c4b0736f70

কলকাতা: আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে বড়সড় রদবদল হচ্ছে রাজ্য পুলিশে। কলকাতা পুলিশ কমিশনার-সহ বদলে যাচ্ছে হাওড়া, বারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারের কুর্সিও। একইসঙ্গে পরিবর্তন করা হচ্ছে রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলাকেও। শুক্রবার রাজ্যপালের দফতর থেকে এমনটাই আভাস ছিল। শনিবার তা স্পষ্ট হয়ে গেল।

আর মাত্র কয়েক দিন পরেই রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। দুমাসের মধ্যে রাজ্য হয়ে যাবে নির্বাচনের রণক্ষেত্র। কিন্তু তার আগেই সুকৌশলে বদলে যাচ্ছে রাজ্য পুলিশের শীর্ষ স্থানীয় পদের আধিকারিকরা। বর্তমান কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার জায়গায় কমিশনার হতে চলেছেন সৌমেন মিত্র। পাশাপাশি বদলে যাচ্ছে হাওড়া, বিধাননগর ও বারাকপুর পুলিশ কমিশনারও।

বারাকপুর পুলিশের নয়া কমিশনার হতে চলেছেন অজয় কুমার নন্দ। বিধাননগর পুলিশের নতুন কমিশনার পদে বসতে চলেছেন সুপ্রতিম সরকার। বদলাচ্ছে হাওড়া পুলিশের কমিশনারও। হাওড়ার নয়া কমিশনার হচ্ছেন সি সুধাকর। এছাড়াও রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলাতেও ঢালাও পরিবর্তন হচ্ছে। কলকাতা পুলিশের বর্তমান কমিশনার অনুজ শর্মাকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে এডিজি সিআইডি পদে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে আসতে চলেছেন ড. তন্ময় রায়চৌধুরি। বদল হচ্ছে মেদিনীপুর, ঝারগ্রাম, জলপাইগুড়ি ও উত্তরবঙ্গ রেঞ্জের শীর্ষ স্থানীয় পুলিশ আধিকারিকদেরও।
 

570297e381681a2c456f7a2de11c11cc
বদলির নির্দেশিকা

কিন্তু ভোটের ঠিক আগেই রাজ্য পুলিশের এত ঢালাও পরিবর্তন কিসের জন্য? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তবে এই প্রথম নয়। ভোটের আগে পুলিশ আধিকারিকদের বদল এর আগেও হয়েছে রাজ্যে। ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে সরিয়ে তার জায়গায় সৌমেন মিত্রকে নিয়ে আসে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *