অবৈধ কেরোসিন তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু কর্মীর

অবৈধ কেরোসিন তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু কর্মীর

নদিয়া: অবৈধ কেরোসিন তেলের গোডাউনে ভয়াবহ আগুন৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। রবিবার দুপুরে ভয়াবহ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার কাঠালবেরিয়া যুগণিতলা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাঠালবেরিয়া যুগণিতলা এলাকার বাসিন্দা অমর সরকার নামে এক ব্যাক্তি গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে কেরোসিন তেল সংগ্রহ করে তার বাড়িতে মজুত করে বিক্রি করতেন। অভিযোগ, সেই কেরোসিনের গোডাউনেই রবিবার দুপুরে হঠাৎ আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে চমকে ওঠেন গ্রামবাসীরা৷ দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গ্রামের আকাশ৷ মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3 টি ইঞ্জিন৷ ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ ঘটনায় রণজিৎ বৈরাগী নামের ওই গোডাউনের এক কর্মীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ইলেক্ট্রিকের শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া পুলিশ। দমকল কর্মীরা জানান, বড় কোনও অঘটনও ঘটতে পারত৷ এভাবে কেরোসিন মজুত রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা৷ যার জেরে প্রশ্নের মুখে স্থানীয় পুলিশ প্রশাসন৷ কারণ, বাসিন্দারা জানিয়েছেন, এক আধদিন নয় বছরের পর বছর এলাকায় চলছিল অবৈধভাবে কেরোসিন মজুত করে তা বিক্রির ব্যবসা৷ অথচ পুলিশ কর্তাদের দাবি, তাঁদের কাছে এবিষয়ে কোনও খবরই ছিল না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =